খুলনা, বাংলাদেশ | ১১ ফাল্গুন, ১৪৩১ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়রা
  কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে দুর্বৃত্তদের অতর্কিত হামলা
  এস কে সুর চৌধুরীর স্ত্রী ও মেয়ের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ
  রাজধানীতে ছাত্রী হোস্টেল থেকে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  চ্যানেল ওয়ান সম্প্রচারে বাধা নেই : আপিল বিভাগ
মা ইলিশ সংরক্ষণে অ‌ভিযান

 পাইকগাছায় বিপুল পরিমাণ অবৈধ বেহুন্দি জাল জব্দ, জরিমানা

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় মা ইলিশ সংরক্ষণে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ-ফাঁড়ী পুলিশের অভিযানে শিবসা নদী থেকে বিপুল পরিমানে অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। এসময় এক ব্যাবসায়ীকে জরিমানা ও চিংড়ির পোনা নদীতে অবমুক্ত করা হয়।

উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ-ফাঁড়ী পুলিশ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দিনব্যাপী উপজেলার শিবসা নদী, মিনহাজ এবং শান্তা বাজারে অভিযার পরিচালনা করে। এসময় শিবসা নদী থেকে প্রায় ৩ লক্ষ টাকা মুল্যের অবৈধবেহুন্দি জাল ও বিপুল পরিমাণ চিংড়ি পোনা জব্দ করা হয়। এছাড়া মিনহাজ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট ও চিংড়ির পোনা নদীতে অবমুক্ত করা হয়।

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, নৌ-পুলিশের এস আই আব্দুর রহিম, উপজেলা সহকারী মৎস্য অফিসার এসএম শহীদুল্লাহ, সম্প্রসারণ কর্মকর্তা অসিত কুমার সরকার ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার উপস্থিত ছিলেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!