পাইকগাছায় পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর খুলনার উপ-পরিচালক খান মোতাহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আইনাল হক। স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান।
উপস্থিত ছিলেন অঞ্জনা দাশ, কুমকুম রানী দাশ, হিরা ঢালী, অপু রায়, সন্ধ্যা রানী সানা, রোজিনা খানম, জ্যোৎস্না মল্লিক, মনিরা বেগম, শরীফা রায়হান ও নাসরিন আক্তার।
খুলনা গেজেট/এনএম