খুলনার পাইকগাছার আমিরপুরে একই রাতে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৩০ মার্চ) গভীর রাতে কে বা কারা দক্ষিণ আমিরপুরের বিশ্ব সানার গোয়াল ঘর থেকে গরু গুলি চুরি করে নিয়ে যায়। গরু চুরির ঘটনায় পাইকগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
ভুক্তভোগীর পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় ঘটনার দিন রাতে তাদের গোয়াল ঘরে সর্বোমোট ১১টি গরু বাঁধা ছিল। যার মধ্য থেকে ১টি ষাঁড়, ৪টি গাভী ও ৪টি বকনা গরু চুরি করে নিয়ে গিয়েছে।
পরে অন্য ৩ টি গরু দড়ি বিহীন বাড়ীর বাইরে ঘোরাফেরা করতে দেখে গরুগুলো গোয়াল ঘরে উঠাতে যেয়ে অন্য কোন গরু না পেয়ে বিশ্ব ডাকচিৎকার দিতে থাকেন। এরপর বহু খোঁজা খুজির পরেও গরুগুলো না পেয়ে নিশ্চিত হন গরুগুলো চুরি হয়ে গেছে। যার আনুমানিক বাজার দর প্রায় ৩ লাখ টাকা বলেও জানান তিনি।
এব্যাপারে সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মোঃ সাইফুল ইসলাম ও পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান জানান, খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুধর্ষ এ চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিতপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা।
খুলনা গেজেট/এস আই