খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

পাইকগাছায় অপহরণের ৩৮ দিন পর ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় অপহরণের ৩৮ দিন পর ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সঞ্জিত কুমার বিশ্বাস জানান, গত ১ অক্টোবর উপজেলার হরিঢালী ইউনিয়নের উত্তর সলুয়া গ্রামের মৃত্যু আরিফ হাওলাদারের ছেলে রহমত হাওলাদার(৫০) পাশ্ববর্তী তালায় যাওয়ার পথিমধ্যে কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর ইট ভাটার সামনে গেলে ডুমুরিয়া উপজেলার মালতিয়া গ্রামের গফুর শেখ(৫০), ওয়াদুত শেখ(৪৮) ও রসুল শেখ (৪৫) তাকে অপহরণ করে নিয়ে মুক্তিপণ দাবি করে ।

পরে এ ঘটনায় ভিকটিম রহমত আলী হাওলাদারের ছেলে বাদী হয়ে গত ১ নভেম্বর পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করলে বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নেয়ার জন্য পাইকগাছা থানাকে নির্দেশ দেন।

সর্বশেষ পাইকগাছা থানা পুলিশ ঘটনার ৩৮ দিন পর ডুমুরিয়া উপজেলার মালতিয়া গ্রামের তালবদ্ধ একটি ঘর থেকে ভিকটিমকে উদ্ধার করেছে।

এ ব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, অপহরণের ৩৮ দিন পর ভিকটিমকে উদ্ধার ও ঘটনায় জড়িত থাকার দায়ে ওয়াদুত শেখকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ গ্রেপ্তারকৃত আসামির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!