খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই উন্নয়ন নিয়ে খুলনায় আলোচনা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংক ও গ্রীনটেক ফাউন্ডেশনের সহায়তায় গ্লোবাল খুলনার আয়োজনে রাউন্ড টেবিল বৈঠক আজ সকাল ১১ টায় পূর্বাঞ্চল ডায়লগ সেন্টার খুলনায় অনুষ্ঠিত হয়। গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিনের সভাপতিত্বে সঞ্চালনা করেন গ্রীনটেক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. মোঃ লুৎফর রহমান এবং মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সদ্য বিদায়ী পরিচালক সাসটেইনেবল ফিন্যান্স খন্দকার মোর্শেদ মিল্লাত।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম রাকিবু। অন্যান্য অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক রাবেয়া খন্দকার, দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক আহমেদ আলী খান, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, দৌলতপুর কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যা. শাকেরা বানু, কুয়েটের সহকারী অধ্যাপক তুষার কান্তি রায়, ব্যবসায়ী মোঃ ফারুক, ট্রাষ্ট ব্যাংক খুলনার ব্যবস্থাপক বিশ্ব নুর, উন্নয়নের নির্বাহী পরিচালক মোঃ মুস্তাফিজুর রহমান ভুলু, সাংবাদিক সোহরাব হোসেন, এইচ এম আলাউদ্দিন, গ্রীনটেক ফাউন্ডেশনের জামাল উদ্দিন, পাগমার্ক ট্যুরিজম এর প্রধান নজরুল ইসলাম বাচ্চু, ব্যবসায়ী মোঃ মাসুদুর রহমান, ৮০০ মেগা পাওয়ার প্রজেক্টের কনসালটেন্ট মীর অনির্বান আনাস, মাহবুবুর রহমান খোকন, সরদার আবু তাহের, প্রভাষক আফরোজ কলি, মামুন হাসান, কবির আহমেদ ভূঁইয়া, নুরুজ্জামান খান বাচ্চু, ইকবাল হোসেন বিপ্লব, ইসরাত আরা হীরা, রিয়াদ, রেজাউল ইসলাম সংগ্রাম, শাহ আরিফুর রহমান সৈকত, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন প্রমূখ।

সভায় বাংলাদেশ ব্যাংকের খন্দকার মোর্শেদ মিল্লাত, বাংলাদেশ ব্যাংকের সবুজ উদ্যোক্তাদের বিভিন্ন ধরণের সহযোগীতা, নতুন উদ্যোক্তা তৈরি, পরিবেশের ভারসাম্য এবং টেকসই উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা ও আশ্বস্ত করেন, গ্রীনটেক ফাউন্ডেশনের মাধ্যমে নতুন সবুজ উদ্যোক্তাদের বিভিন্ন সহযোগীতা করবেন। যার মাধ্যমে ব্যবসায়ী বা উদ্যোক্তাগণ যেমন উপকৃত হবেন, তেমনিভাবে দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করা সহজ হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!