দিনের ষষ্ঠ ওভারে উইকেট পেল বাংলাদেশ। খালেদ আহমেদ ফেরালেন কাইল ভেরিয়েন্নেকে। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রিভিউ নিয়েও আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টাতে পারেননি। ৮১ বলে ২৮ রান করে এলবিডব্লিউ ভেরিয়েন্নে, ভাঙে টেম্বা বাভুমার সঙ্গে ৬৫ রানের জুটি। ২৪৫ রানে ৫ উইকেট হারায় প্রোটিয়ারা। পরের বলে সফরকারীদের ষষ্ঠ উইকেট পান খালেদ, মাহমুদুল হাসান জয় ধরেন উইয়ান মুল্ডারের ক্যাচ। ২৯ বছর বয়সী ডানহাতি পেসারের এটি ইনিংসে তৃতীয় উইকেট। নতুন ব্যাটসম্যান কেশব মহারাজ হ্যাটট্রিক হতে দেননি।
দক্ষিণ আফ্রিকা: ২৪৫/৬ (৮৩ ওভার)
দ. আফ্রিকাকে দ্রুত অলআউটের লক্ষ্যে মাঠে বাংলাদেশ
ডারবান টেস্টের প্রথম দিন ১৩.১ ওভার খেলা কম হয়েছে। সাইট স্ক্রিন জটিলতায় ৩৩ মিনিট দেরিতে খেলা শুরু হয়, আলোক স্বল্পতার কারণে শেষ করতে হয় আগেই। হাতে ৬ উইকেট ও স্কোরবোর্ডে ২৩৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের দ্রুত অলআউটের লক্ষ্যে দ্বিতীয় দিন শুক্রবার (১ এপ্রিল) মাঠে নেমেছে মুমিনুল হকের বাংলাদেশ। টেম্বা বাভুমা ৫৩ ও কাইল ভেরিয়েন্নে ২৭ রানে দিন শুরু করেন।