১৯৯৭১ এর ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকে প্রতি বছর পালন এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি করেছেন জেএসডি। এ সংগঠন মহান মুক্তিযুদ্ধের সঠিক চিত্র, ছাত্র সংগ্রাম পরিষদের ঐতিহাসিক ভূমিকা, ৩ মার্চ ইস্তাহার পাঠ দিবস পাঠ্য পুস্তকে অর্ন্তভুক্ত করার দাবি করেছেন। তারা ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষে জাতীয় সরকার স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় নেতৃত্ববৃন্দ এ আহবান জানান। জেলা জেএসডির সাধারণ সম্পাদক স ম রেজাউল করিম অনুষ্ঠানের সভাপত্বি করেন।
প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হাকিম। প্রধান বক্তা বাংলাদেশ জাসদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য রফিকুল হক খোকন। বিশেষ অতিথি ছিলেন নগর জেএসডির সাধারণ সম্পাদক এ এম রাশিদুর আহসান বাবলু, নগর নাগরিক ঐক্যের সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, আব্দুস সবুর। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মোহাম্মদ শাজাহান বাহার, আবু বক্কর সিদ্দিক, মনিরুল ইসলাম মনির ও এলপি গাইন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবণে ডকসুর ভিপি আ স ম আব্দুর রব প্রথম পতাকা উত্তোলন করে।
খুলনা গেজেট/ এসজেড