খুলনা, বাংলাদেশ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি
  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে বাধা নেই, হাইকোর্টে রিট খারিজ

পটুয়াখালীর বদরপুর গ্রামে চলছে ঈদ

গে‌জেট ডেস্ক

পটুয়াখালী সদরের বদরপুর গ্রামে চলছে ঈদ। গ্রামের প্রায় দুই শতাধিক মুসল্লি রোববার সকালে বদরপুর দরবার শরিফে ঈদের নামাজ আদায় করেছেন।

দরবার শরিফের খাদেম আলহাজ মাওলানা শফিকুল ইসলাম গনি জানিয়েছেন, আফগানিস্তান ও নাইজেরিয়ার সঙ্গে মিল রেখে তারা ঈদ উদযাপন করছেন।

তিনি বলেন, ‘বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে আমরা তার সঙ্গে সংগতি রেখে রোজা রাখি এবং ঈদ পালন করে থাকি। আফগানিস্তান, নাইজেরিয়াসহ বিশ্বে বিভিন্ন দেশে চাঁদ দেখা গেছে। তাই আমরা ঈদ করছি।’

বদরপুর দরবার শরিফ, চট্টগ্রামের সাতকানিয়া ও এলাহাবাদ পীরের অনুসারী হিসেবে প্রায় ৮২ বছর ধরে এই গ্রামে এ রীতি চলে আসছে বলে জানান তিনি।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!