‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে মহান বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও ৩২ দলীয় বিজয় দিবস হাডুডু প্রতিযোগীতা-২০২১ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার ১ ডিসেম্বর রাত ৮ টায় পৌরসভার বাগবাড়ি রধুনাথপুর ফুটবল মাঠে আওয়ামী মৎস্যজীবি লীগ, জেলা কমিটির আহবায়ক মোঃ সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে বাগবাড়ি বিজয় দিবস হাডুডু প্রতিযোগীতা কমিটির আয়োজনে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়।
প্রতিযোগীতার উদ্বোধন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু। উদ্বোধনী অনুষ্ঠানে ৪ জন বীর মুক্তিযোদ্ধাকে ফুলের শুভেচ্ছা ও উত্তরিও পড়িয়ে সম্মাননা প্রদান করা হয়।
আওয়ামী মৎস্যজীবি লীগ, জেলা কমিটির আহবায়ক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রকিবুজ্জামান পলাশ, বীর মুক্তিযোদ্ধা শেখ আজিবর রহমান, মোঃ তবিবুর রহমান, পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর নড়াইলের সমন্বয়ক শরিফুজ্জামান, সহ সমন্বয়ক শিমুল হাসানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় বাগবাড়ি অবিবাহিত একাদশ ১-০ সেটে রঘুনাথপুর বিবাহিত একাদশকে পরাজিত করে।
খুলনা গেজেট/ এস আই