নড়াইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ( ১৫ জুন থেকে ১৯ জুন-২০২২) শুরু হয়েছে। বুধবার (১৫ জুন) নড়াইল সিভিল সার্জন অফিসের আয়োজনে জেলাব্যাপি এ কার্যক্রম শুরু হয়।
নড়াইল জেলার ৩টি উপজেলা ও ৩টি পৌরসভায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ৯৮,০১৮ জন শিশুকে ১ টি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১২,০৪০ শিশুকে ১টি করে নীল রঙের ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮৫,৯৭৮ শিশুকে লাল রঙের ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসুচি বাস্তবায়ন করতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৯৯১ টি কেন্দ্রে প্রায় ২ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছে।
কার্যক্রম সুষ্ঠ ও ভাবে সম্পন্নের লক্ষ্যে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।
খুলনা গেজেট/ এস আই