খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার
  ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক আটক
  সচিবালয়ের আগুন সোয়া ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ আহরণ, ট্রলারসহ ২৪ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

নিষেধাজ্ঞার সময় সুন্দরবনে প্রবেশ করে মাছ আহরনের অপরাধে চারটি ট্রলারসহ ২৪ জেলেকে আটক করেছেন বন বিভাগ। বৃহস্পতিবার (১ জুন) ভোর ৪টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারন্য এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় আটকদের কাছ থেকে ৪টি ট্রলার, ১২টি মাছ ধরা জালসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের ছগির হাওলাদার, ফয়সাল হাওলাদার, সেন্টু সাজ্জাল, আব্দুর রহিম তপু, মোঃ রাকিব ফকির, জাহাঙ্গীর খান, জয়নাল হাওলাদার, মোঃ জামাল হাওলাদার, মুসা মাতুব্বর, মোঃ হাসান গাজী, আল আমিন আকন, আবু হানিফ হাওলাদার, মোঃ আব্দুর রহিম হাওলাদার, পশ্চিম হরিণটানা এলাকার আল আমিন জমাদ্দার, জুয়েল শেখ, সুমন হাওলাদার, সোবহান মোল্লা, রাকিব প্যাদা, বাদুরতলা গ্রামের রফিক নাজির, সাহাদাত হাওলাদার, ইলিয়াস সরদার, মাসুম খান, মডের খাল এলাকার ইসমাইল গাজী, আল আমিন। আটককৃতের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মাহাবুব হাসান বলেন, সুন্দরবনে মৎস্য আহরণ ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞার সময়ে কিছু জেলে অবৈধভাবে প্রবেশ করে মাছ আহরণ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ৪টি ট্রলারসহ ২৪ জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, নিষিদ্ধ সময়ের মধ্যে যাতে কেউ বনে প্রবেশ করতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!