খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সুইজারল্যান্ডে জাতিসংঘ মহাসচিবের সাথে ড. ইউনূসের সাক্ষাৎ
  ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে বোমাতঙ্ক, নিরাপদে অবতরণ, পরীক্ষা-নিরীক্ষা চলছে

নির্জলা সন্ধ্যায় অনুপ্রবেশের গল্প

রুশাইদ আহমেদ

প্রহরের পথে-প্রান্তরে ঘুরে ঘুরে
রাত নামার আগেই
আকাশের যে মেঘ
পশ্চিমা কোণের ম্রিয়মাণ আলোয় চায় হারাতে;
সে-ও কেন ফিরে যায় আজ
অপরাহ্ণের শৃঙ্খল ভেঙে
এক নির্জলা সন্ধ্যায় অনুপ্রবেশের তাগিদে?

কিন্তু এ গ্রীষ্ম সন্ধ্যা তোমার, আমার— কারোর জন্যই নয়!
এ কামিনীর সৌরভ তোমার, আমার— কারোর জন্যই নয়!

তবু এ অঞ্চলের সমগ্র বাতাস যে প্রলুব্ধ করার প্রবণতা নিয়ে
অবিরত বয়ে চলেছে দক্ষিণ অভিমুখে—
তার আসলে উদ্দেশ্যটা কী?
সময়ের সমন শমিত করা আজকাল কি খুব জটিল কাজ হয়ে দাঁড়িয়েছে, বলো হে প্রিয়তমা?

অসময়ে অপ্রাসঙ্গিক প্রশ্ন তোলার বদঅভ্যাস আমার চিরদিনের।
কারণ আমি কোনো সুবক্তা নই, সুলেখক নই, সুশ্রোতাও নই!
তবে আমি আসলে কে?

এই উত্তর খুঁজে পেতে পরিশেষে
আমি যখনই স্বীয় সত্ত্বার অতলে ডুব দিয়ে আমার প্রচ্ছন্ন পরিচয়কে অনুসন্ধান করতে গেলাম;
তখনই দেখলাম: অপরাহ্ণের শৃঙ্খল ভেঙে এক নির্জলা সন্ধ্যায় অনুপ্রবেশের আগে
ঝরে পড়া কৃষ্ণচূড়াটিই আমি!

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!