খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সুইজারল্যান্ডে জাতিসংঘ মহাসচিবের সাথে ড. ইউনূসের সাক্ষাৎ
  ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে বোমাতঙ্ক, নিরাপদে অবতরণ, পরীক্ষা-নিরীক্ষা চলছে

নিরন্তর বাসনাগুলো হারিয়ে যায়

আবদুস সালাম খান পাঠান

১.
কখনও অতীতের স্বপ্নিল বাসনাগুলো –
হারিয়ে যায়, নেমে আসে অমানিশা
ঘোর অন্ধকার, এ সুন্দর ধরায়।
প্রকৃতির শস্যদানা অংকুরে, নরম
ধানের ডগায় বাহারী ফুলে, বকুলের
গন্ধে মিশে বেলী, পাতাবাহারে।
পৃথিবীর মায়াবী ভালোবাসা নিঝুম
নীরবতায়। ক্ষণিক সংসার মায়ায়।

চোখের ভাঁজে ফুটে উঠে হারানো
অতীত স্মৃতি-সুখ, গহীনের আলোক
হৃদয় কোনায়। ফুলের পাঁপড়ি ঝরে।
নিরন্তর বাসনাগুলো অনায়াসে
জীবনের অনন্ত সুখ খুঁজে বেড়ায়।
নদীস্রোত বাঁধভাঙ্গা জোয়ারে তরঙ্গ
– সাগর মোহনায় মিশে যায়!!

গোধূলি সন্ধ্যায় সূর্যাস্তের আভা-
মৃদু কিরনালোকে স্রষ্টার
মহিমা গায়। প্রকৃতির অপরূপ
রঙে – মরু সাহারায়। মানবে
– না জানি কখন, জীবন সন্ধ্যা
ঘনায়! ভালোবাসা বিশ্বাসে পৃথিবীর
অমিয় সুখ চিরন্তন –

২.
নিস্তব্ধ নীরবতায়। আকাশ গ্রহ তারায়।
পায়ে হাঁটা মেঠো পথে গ্রামীণ
শৈশব, কৈশোরের স্মৃতি, মনের
মুকুরে দোলায়, মায়ের আঁচলে যেনো
অশ্রুজলে – বুকের স্নেহ জড়ায়,
না জানি কখন স্বপ্ন সত্য হবে –
সহায় সম্পদ সাথে না রবে।
সায়াহ্ন সেদিন না জানি আসিবে কবে!
– মনের আকাঙ্ক্ষা মিটাবে যবে।
– শতো আকুলতা করজোড়ে,
দু’হাত তুলে স্রষ্টার
কাছে প্রার্থনায়, শতো ভুলের ক্ষমা
চাওয়া – ক্রন্দনেতে, বেদনায়।

শুধু মনে রবে স্মৃতিসব
পিতৃ-মাতৃ স্নেহের, বাৎসল্য
প্রেমের মোহতে, হৃদয় জোৎস্নায়।
প্রভাতের সূর্য উঠিবে চিরকাল
গগনেতে, পৃথিবীর সুখেতে –
ভালোবাসা থাকিবে জাগ্রত –
অন্তরের রশ্মিতে। সকল স্মৃতিতে।

 

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!