দীর্ঘ ২৮ ঘণ্টার এক ভ্রমণ শেষে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ টেস্ট দল। সেখানে পৌঁছে নিয়মমাফিক কোয়ারেন্টিন শুরু করেছে টাইগাররা। নিউজিল্যান্ডে এবারের সফরে টাইগাররা খেলবে দুটি টেস্ট।
পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্ট শেষ করে সেই রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দেয় বাংলাদেশ দল। ৮ ডিসেম্বর দিবাগত রাত (৯ ডিসেম্বর) একটায় দেশ ছাড়ার পর টাইগাররা নিউজিল্যান্ডে পৌঁছেছে (বাংলাদেশ সময় অনুযায়ী) ১০ ডিসেম্বর ভোর পাঁচটায়।
কিউইদের দেশে পৌঁছেই শুরু হয়েছে বাংলাদেশ দলের কোয়ারেন্টিন। গত সফরের মত এবার অবশ্য ১৫ দিন কোয়ারেন্টিন করতে হবে না। এবারের কোয়ারেন্টিন ৭ দিনের। এই ৭ দিনে কোনো ক্রিকেটার, কোচ বা সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত না হলে ৭ দিন পরই অনুশীলনে নামতে পারবে টাইগাররা। আছে অনুশীলন ম্যাচ খেলার পরিকল্পনাও।
বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করা হয়নি। তবে কোয়ারেন্টিনের কঠোর রীতি থাকায় পাকিস্তান সিরিজ শেষ করেই নিউজিল্যান্ডে উড়াল দিতে হচ্ছে মুমিনুল হকের দলকে। নিউজিল্যান্ডে বাংলাদেশ খেলবে দুটি টেস্ট, যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে টরাঙ্গা ও ক্রাইস্টচার্চে।
একনজরে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম শেখ ও ফজলে মাহমুদ রাব্বি।
খুলনা গেজেট/এনএম