খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে আয়োজিত ‘আলোর হেমন্ত মেলার’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীর মতায়নের মাধ্যমে পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের পথ সুগম করেছেন। ফলে নারীদের আর কারো মুখাপেী হয়ে বসে থাকতে হচ্ছেনা। তারা এখন নিজের পায়ে দাঁড়াতে পারছে। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য নারী পুরুষ সম্মিলিতভাবে কাজ করা দরকার। বর্তমান সরকারের প্রচেষ্টায় দেশে উন্নয়নের যে ধারা সূচিত হয়েছে যে কোন মূল্যে তা অব্যাহত রাখতে হবে।

সিটি মেয়র আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর কেডিএ এ্যাপ্রোচ রোডের বিজয় গাঁথা কমিউনিটি সেন্টারে ‘আলোর হেমন্ত মেলা-২০২২’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সিটি ব্যাংক লিঃ-এর ‘সিটি আলো’ কর্মসূচির আওতায় মহিলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি-খুলনা ৩ দিন ব্যাপী এ মেলার আয়োজন করে। সিটি মেয়র ফিতা ও কেক কেটে মেলার উদ্বোধন করেন।

মহিলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কোঅর্ডিনেটর ফারহানা আকতার নীলার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিটি ব্যাংকের ওমেন ব্যাংকিং শাখার হেড অব সিটি আলো নাসরীন আকতার। সিটি ব্যাংকের রিজিউনাল হেড মোঃ বজলুল করিম মনিরসহ নগরীর গণ্যমান্য ব্যক্তি ও নারী উদ্যোক্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন মহিলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির খুলনা বিভাগীয় সভাপতি শামিমা সুলতানা শিলু।

প্রায় অর্ধশত নারী উদ্যোক্তা তাদের বৈচিত্রপূর্ণ পণ্য নিয়ে মেলার স্টল সাজিয়েছে। অনুষ্ঠান শেষে সিটি মেয়র স্টলসমূহ পরিদর্শন করেন।

নগরীর শহীদ পার্কে বেসরকারি সংস্থা ‘বনায়ন’ কর্তৃক প্রদত্ত বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক।

উল্লেখ্য, সবুজায়ন খুলনা গড়ার লক্ষ্যে বেসরকারি সংস্থা ‘বনায়ন’-এর পক্ষ থেকে কেসিসি’র অনুকূলে ৩ হাজার ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা প্রদান করা হয়। কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মো: আমিনুল ইসলাম মুন্না, এস্টেট অফিসার নূরুজ্জামান তালুকদার, বনায়ন-এর প্রতিনিধি মুবিনা আসাফ, আব্দুল মুকাদ্দিম, মোঃ হাফিজুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!