যশোরের শার্শা উপজেলার নাভারন নামক এলাকা থেকে রবিবার (১৮ জুলাই) রাতে কাভার্ডভ্যান বোঝাই ভারতীয় তৈরী পোশাক ও বিভিন্ন ধরনের মালামালসহ ইসরাফিল ইসলাম (২২) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। সে বেনাপোল পোর্ট থানার গাতীপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে ।
বিজিবি সদস্য নায়েক সাইদুর রহমান জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে বৈধ আমদানিকৃত মালামালের আড়ালে বিপুল পরিমাণ ভারতীয় তৈরী পোশাক ও বিভিন্ন ধরনের মালামাল বোঝাই একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ন-১৭,৭২২৯)বেনাপোল থেকে ঢাকায় নেওয়া হচ্ছে। এ ধরনের সংবাদ পেয়ে বিজিবি সদস্য নায়েক সাইদুর রহমান সংগীয় ফোর্স নিয়ে নাভারণ নামক স্থানে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান আটক করে। পরে কাভার্ডভ্যান তল্লাশি করে তার মধ্য থেকে ৬০ পিচ উন্নতমানের শাড়ী, ৯০০ পিচ শেরওয়ানি, ২৫০ কৌটা জর্দা, ১৩৮ কেজি কারেন্ট জাল, ৫১ হাজার পাতা বিভিন্ন প্রকারের ওষুধ, ১১৪৬ বোতল হোমিওপ্যাথি ওষুধ ও বিভিন্ন কোম্পানীর কসমেটিকস সামগ্রী আটক করা হয়। যার সিজার মূল্য সাড়ে ৬১ লাখ টাকা। এ সময় বিজিবি কাভার্ডভ্যানের চালক, হেলপার ও ম্যানেজারকে আটক করে। চালক হেলপার মালের মালিক না হওয়ায় পরে ম্যানেজারকে আসামী করে এবং চালক ও হেলপারকে সাক্ষী করে মালামালসহ আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা ভারত থেকে চোরাইপথে পাচার করে আনা ভারতীয় অবৈধ মালামালসহ একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতকে থানায় এবং মালামাল কাস্টমসের আটক শাখায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/ টি আই