খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

নানা নাটকীয়তার পর অবশেষে ইমরানের আগাম জামিন

গেজেট ডেস্ক

পাকিস্তান তেহরিক ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগাম জামিন দিয়েছে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আদালত। আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত এই জামিন বহাল থাকবে। জামিনের জন্য ইমরান খানকে ১ লাখ রুপি জামানত দিতে হবে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৫ আগস্ট) এক শুনানিতে ইমরান খানের উপস্থিতিতে তাকে আগাম জামিন দেন বিচারক রাজা জাওয়াদ আব্বাস হাসসান।

ইমরানের জামিন শুনানি উপলক্ষে আদালত প্রাঙ্গনের নিরাপত্তা জোরদার করা হয়। এছাড়া পিটিআইয়ের পক্ষ থেকে সমর্থকদের রাস্তায় থাকার আহ্বান জানানো হয়েছিল।

পার্টির পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেয়া হয়েছিল, ইমরানের জামিন না হলে যেন সমর্থকরা ইসলামাবাদের পথ ধরে।

অবশেষে নানা নাটকীয়তার পরে জামিন পেলেন ইমরান খান।

ইমরান খানের জামিন আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের কোনো রেকর্ড নেই। তিনি যে পালিয়ে যাবেন, এমনও কোনো সম্ভাবনা নেই। জামিনের আবেদনের পক্ষে তিনি অর্থও জমা দিতে রাজি আছেন। এর আগেই অবশ্য শঙ্কা তৈরি হয় ইমরানের সম্ভাব্য গ্রেপ্তার নিয়ে। তাকে গ্রেপ্তার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে অনুমতিও চাওয়া হয়।

অবস্থা এমন হওয়ায় পিটিআইয়ের পক্ষ থেকে ইমরানের সমর্থকদের মাঠে নামতে বলা হয়। শত-শত পিটিআই সমর্থক ইমরানের বাড়ি ঘিরে অবস্থান নেন।

সমর্থকরা ঘোষণা করেন, ইমরান খানকে গ্রেপ্তার করা হলে তারা ইসলামাবাদ দখলে নেবেন।

গত শনিবারের বক্তব্যে ইসলামাবাদের পুলিশপ্রধান ও একজন নারী বিচারকের বিরুদ্ধে তার ঘনিষ্ঠ নেতাকর্মীদের আটক ও তাদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ করেন ইমরান। সেই বক্তৃতায় ইসলামাবাদ পুলিশপ্রধান ও নারী বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি।

পুলিশ সেই হুঁশিয়ারিকেই হুমকি হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করে এবং সন্ত্রাসবিরোধী আইনে ইমরান খানকে অভিযুক্ত করে।

বিভিন্ন নাটকীয়তার পর গত ৯ এপ্রিল মধ্যরাতের অনাস্থা ভোটে পাকিস্তানে ৬৯ বছর বয়সী ইমরান খানের প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান দেশটির ২২তম প্রধানমন্ত্রী ছিলেন।

পরে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে আবার ভোটাভুটিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফ। ক্ষমতায় এসেই নানা বিষয়ে ইমরান খানের ওপর দায় চাপিয়েছেন তিনি।

দুর্নীতির দায়ে নওয়াজ শরিফ অভিশংসিত হওয়ার পর ২০১৮ সালে চার দলের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিলেন ইমরান। তার সরকারের মেয়াদ ছিল ২০২৩ সালের আগস্ট পর্যন্ত।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!