খুলনা, বাংলাদেশ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আগামী নির্বাচন সুষ্ঠু করতে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে : প্রধান উপদেষ্টা
  শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত
  হাসিনা-জয়সহ ১৮ জনের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আদালতের

কাল গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

জম্মু-কাশ্মিরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দ্বিতীয়বারের মতো মন্ত্রীসভার নিরাপত্তা বিষয়ক কমিটির (সিসিএস) বৈঠকে বসবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাল বুধবার (৩০ এপ্রিল) গুরুত্বপূর্ণ মোদি ও অন্যান্য মন্ত্রীদের মধ্যে কয়েকটি বৈঠক হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। মন্ত্রীসভার নিরাপত্তা বিষয়ক কমিটি ভারতের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ সিদ্ধান্ত নিয়ে থাকে।

বুধবার সকাল ১১টায় বৈঠকটি হবে। এতে ভারতের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে। এর আগে গত বৃহস্পতিবার সিসিএসের সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ, সিন্ধু নদের চুক্তি বাতিলসহ বিভিন্ন সিদ্ধান্ত নেন মোদি।

নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকের পর রাজনীতি বিষয়ক কমিটির (সিসিপিএ) সঙ্গে আলোচনায় বসবেন ভারতীয় প্রধানমন্ত্রী। এই কমিটিতে আছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগাযোগমন্ত্রী নিতিন গড়কড়ি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এবং অন্যান্য জ্যেষ্ঠ মন্ত্রীরা।

রাজনীতি বিষয়ক কমিটির বৈঠকের পর মোদি অর্থনীতি বিষয়ক কমিটির সঙ্গেও আলোচনায় মিলিত হবেন।

গত বৃহস্পতিবারের বৈঠকের পর পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা নেওয়ার পর দেশের সশস্ত্র বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা ও কাশ্মির হামলাকারীদের বিচারের মুখোমুখি করার কথা জানায় ভারত সরকার।

ভারতের ব্যবস্থার বিরুদ্ধে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নেয়। তারা ভারতের সঙ্গে সিমলাসহ অন্যান্য দ্বিপক্ষীয় চুক্তি বাতিল, ভারতীয়দের পাকিস্তান ছাড়ার নির্দেশ এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবনমন করে।

এরপর থেকে ভারত-পাকিস্তান সীমান্তে প্রায় প্রতিরাতে গোলাগুলির ঘটনা ঘটছে। যুদ্ধের আশঙ্কা থেকে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সূত্র: এনডিটিভি

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!