খুলনা, বাংলাদেশ | ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন অভিনেতা প্রবীর মিত্র
  সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক
পরিকল্পিত মব তৈরি করে উদ্যোক্তা ট্রাস্টিদের বাদ দিয়ে সভা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির দখল নিয়ে ট্রাস্টি বোর্ডে অস্থিরতা

এ এইচ হিমালয়

খুলনার প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে। ৫ আগস্টের পর ট্রাস্টিদের মধ্যে যারা আওয়ামী লীগ নেতা ছিলেন তারা পলাতক রয়েছেন। এই সুযোগে অরাজনৈতিক ব্যক্তিদের মধ্যে যারা খুলনায় রয়েছেন, পরিকল্পিতভাবে তাদের বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়টি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বর্তমান চেয়ারম্যান মো. সিরাজুল হক চৌধুরীর বিরুদ্ধে।

বেশিরভাগ ট্রাস্টির অনুপস্থিতিতে গত মঙ্গলবার রাতে বোর্ডের ৬৯তম সভা করেছেন চেয়ারম্যান। সেখানে মিজানুর রহমান নামের নতুন একজনকে ট্রাস্টি সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে, ২০১২ সালের ১৮ নভেম্বর খুলনার প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন পায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি। ২০১৩ সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। শুরুতে ট্রাস্ট্রি বোর্ডের সদস্য ছিলেন ১৮ জন। খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসির সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন।

ভাইস চেয়ারম্যান ছিলেন খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বোর্ডের ভার্চুয়াল সভায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করা হয় সিরাজুল হক চৌধুরীকে। তিনি অতীশ দীপংকর বিশ^বিদ্যালয়ের ট্রাস্টি ছিলেন। সাবেক মেয়র খালেক ও সাবেক এমপি কামালের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভাইস চেয়ারম্যান পদ বাতিল করা হয়।

সূত্রটি জানায়, চেয়ারম্যান হওয়ার পর থেকে ট্রাস্টি বোর্ড ও বিশ^বিদ্যালয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাতে থাকেন সিরাজুল হক চৌধুরী। ট্রাস্টি বোর্ডের শুন্য ৩টি পদে তিনি পছন্দের ব্যক্তিদের নাম অন্তর্ভুক্তির প্রস্তাব দেন। কিন্তু বেশিরভাগ সদস্য এর বিরোধিতা করেন। ফলে গত ২০ নভেম্বর বেশ কয়েকজন শিক্ষার্থী ট্রাস্টি বোর্ডের উদ্যোক্তা সদস্য তৌহিদুল ইসলাম আজাদ, সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহ ও পবিত্র কুমার সরকারকে বাদ দেওয়ার দাবিতে চেয়ারম্যানকে ঘেরাও করেন। পরিকল্পিতভাবে তৈরি ওই মবের দাবির মুখে ওই তিনজনকে সাময়িকভাবে কার্যক্রম থেকে বিরত থাকার অফিস আদেশ জারি করেন চেয়ারম্যান।

বিশ^বিদ্যালয়ের অন্য ট্রাস্টিরা জানান, ১৮ জনের ট্রাস্টি বোর্ডে ৫ জন রয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সাবেক মেয়র ও সংসদ সদস্য। কিন্তু তাদের বাদ দেওয়ার দাবি না তুলে শিক্ষার্থীরা অরাজনৈতিক তিনজনকে বাদ দেওয়ার দাবি জানানো নিয়ে প্রশ্ন তৈরি হয়। পরে খোঁজ নিয়ে দেখা গেছে, চেয়ারম্যানই কিছু শিক্ষার্থীকে ভুল বুঝিয়ে পরিকল্পিত মব তৈরি করেছেন।
বিশ^বিদ্যালয় থেকে জানা গেছে, গত ১০ ডিসেম্বর ট্রাস্টি বোর্ডের ৬৯তম সভা আহ্বান করেন চেয়ারম্যান। সেখানে খুলনায় অবস্থানরত উদ্যোক্তা ট্রাস্টিদের আমন্ত্রণ জানানো হয়নি। বরং বিপুল সংখ্যক বহিরাগতদের সঙ্গে নিয়ে বিশ^বিদ্যালয়ের ভেতরে ট্রাস্টি বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নতুন সদস্য হিসেবে মিজানুর রহমানও উপস্থিত ছিলেন। বৈঠকে ৬৮তম বোর্ড সভার কার্যবিবরণী অনুমোদন দিয়ে মিজানুর রহমানের সদস্য পদ নিশ্চিত করা হয়।

নর্থ ওয়েস্টার্ন টাস্ট্রি বোর্ডের উদ্যোক্তা সদস্য সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহ বলেন, নর্থ ওয়েস্টার্ন ট্রাস্ট, কোম্পানি আইন দ্বারা তৈরি একটি সত্ত্বা। তার একটি প্রতিষ্ঠান নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের কোনো ঘটনায় ট্রাস্ট্রিদের বাদ দেওয়ার ক্ষমতা চেয়ারম্যানসহ কারও নেই। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে সেই কাজই করা হচ্ছে।
তিনি বলেন, ৬৮তম বোর্ড সভায় মিজানুর রহমানকে সদস্য হিসেবে অন্তর্ভুক্তির বিষয়ে কোনো আলোচনাই হয়নি। অথচ কার্যবিবরণীতে তাকে সদস্য হিসেবে নেওয়ার বিষয়টি সংযোজন করা হয়েছে। ১০ ডিসেম্বরের বোর্ড সভায় সেটি অনুমোদন দেওয়া হয়।

ট্রাস্টি বোর্ডের আরেক সদস্য তৌহিদুল ইসলাম বলেন, পট পরিবর্তনের পর ভালোভাবে বিশ^বিদ্যালয় পরিচালনার জন্য আমরা চেয়ারম্যান পরিবর্তন করি। কিন্তু এখন তিনিই সবাইকে বাদ দিয়ে বিশ^বিদ্যালয়ের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন। এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কী হতে পারে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী বলেন, রাজনৈতিক কারণে অনেকে বৈঠকে আসতে পারছেন না। ছাত্ররা অনেককে আসতে দিতে চাইছে না। এসব নিয়ে কিছুটা সমস্যা হচ্ছে। তবে নিয়মতান্ত্রিকভাবেই বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় দখল চেষ্টার অভিযোগ সঠিক নয়।

 

খুলনা গেজেট/হিমালয়




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!