দেশীয় কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার হিসেবে পরিচিত নরসিংদীর শেখেরচর বাবুরহাটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার রাত ২টা ৬মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওসি (মিডিয়া) শাহজাহান সিকদার।
তিনি জানান, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রচেষ্টায় রাত ২টা ৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নির্বাপণ করা হবে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
এর আগে রোববার রাত সোয়া ১১টার দিকে ওই বাজারে আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় শতাধিক দোকান ভস্মীভূত হয়েছে।