যশোর জেনারেল হাসপাতালে সদ্যোজাত সন্তানকে ফেলে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছেন এক যুবতী। অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে হাসপাতালের গাইনি ওয়ার্ডে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাত ১২টা ৫১ মিনিটে যশোর শহরের স্টেডিয়ামপাড়ার শাহিনের স্ত্রী (২০) সন্তান জন্ম দিতে জেনারেল হাসপাতালে ভর্তি হন। তার হাসপাতালে ভর্তি রেজিস্ট্রেশন নম্বর ৯৪১৬১৪/০৪। পরদিন দুপুর একটার সময় অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি ছেলে সন্তান জন্ম হয়। কিন্তু এর মাত্র একঘণ্টার মধ্যে শিশুটি হাসপাতালে ফেলে যুবতী ওই গৃহবধূ নিখোঁজ হন। শিশুটি গত দু’দিন হাসপাতালের সেবিকাদের তত্ত্বাবধায়নে ছিল। এসময়ে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের সন্ধান করতে থাকে। একপর্যায়ে পুলিশের সহযোগিতায় তারা শিশুটির নানা-নানির সন্ধান পায়। বৃহস্পতিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ তাদের হাতে তুলে দেয় শিশুটিকে।
জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহম্মেদ বলেন, ‘শিশুটিকে পুলিশের মধ্যস্থতায় তার নানা শাহ আলম, নানি আসমা খাতুন এবং বাবা শাহিনের কাছে হস্তান্তর করা হয়েছে।’
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুকে তার নানা নানীর হেফাজতে প্রদান করা হয়েছে।
শিশুর নানা শাহ আলম বলেন, ‘২০২০ সালের ৩ মার্চ মেয়েকে মাগুরার শ্রীপুর উপজেলার জোকা গ্রামের সাব্বির রহমানের ছেলে শাহিনের সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের পরে স্বামী শাহিনের সাথে সে ঢাকায় থাকতো। কিছুদিন আগে সে মাগুরায় আসে। কিন্তু মেয়ের সাথে কীভাবে পরিচয় হয় ভোলা জেলা সদরের খয়েরতলা এলাকার ইব্রাহিম নামে এক যুবকের। এই ইব্রাহিম ফুঁসলিয়ে কৌশলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সন্তান জন্ম নেয়ার পর ইব্রাহিম তাকে নিয়ে পালিয়ে গেছে। আমরাসহ পুলিশ এখন ইব্রাহিম ও মেয়েকে খুঁজছি। শিশুটি বর্তমানে সুস্থ আছে, তবে কান্নাকাটি করছে।’
খুলনা গেজেট/ এস আই