খুলনা, বাংলাদেশ | ২৪ আশ্বিন, ১৪৩১ | ৯ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৩
  কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
  আরও এক মামলায় খালাস পেলেন ফখরুল-রিজভী-আমির খসরু
  ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে রেণু হত্যা : একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

নগরীর আবাসিক এলাকায় বে-আইনীভাবে গরুর খামার বন্ধে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

নগরীতে বে-আইনীভাবে গড়ে ওঠা পরিবেশ বিধ্বংসী গরুর খামারের ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবিতে পরিবেশবাদী সংগঠন ও ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তর, খুলনার পরিচালকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে এ স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবেশ সুরক্ষা মঞ্চের আহ্বায়ক এস এম শাহনওয়াজ আলী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র খুলনার সমন্বয়কারী অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আফজাল হোসেন রাজু, মোঃ মিরাজ হোসেন, রফিকুল ইসলাম, মিহির লাল, সোহেলী মমতাজ প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আবাসিক এলাকার মধ্যে গরুর খামার নির্মাণ করায় বায়ু দূষণ, শব্দ দূষণসহ মানুষ বিভিন্ন দুর্ভোগের মধ্যে পড়েছে। এ গরুর খামার প্রতিষ্ঠা হওয়ার ফলে এলাকা কেউ বাসা ভাড়া নিতে চায় না। অধিকাংশ ভাড়াযোগ্য বাড়ি বছরের প্রায় সব সময় খালি থাকছে। এছাড়া গরুর খামারের কারণে আশেপাশের অনেক বাড়িতে অবস্থানরত প্রতিবন্ধী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষেরা দুর্বিসহ জীবন-যাপন করছে। খুলনা সিটি কর্পোরেশনের বিদ্যমান নীতি ও আইন এবং পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫’র সুনির্দিষ্ট আইন থাকা সত্বেও এমন ঘনবসতিপূর্ণ এলাকায় গরুর খামার স্থাপন বিদ্যমান আইনকে উপেক্ষা করা হচ্ছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!