খুলনা মহানগরী থেকে বিদেশী পিস্তল ও গুলিসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ তাজউদ্দিন শেখ (৩০)। সে ডুমুরিয়ার ৭নং ওয়ার্ডের মৃত সামছুর রহমানের ছেলে। মঙ্গলবার (৭ জুন) রাত ১০টার দিকে তাকে খালিশপুর রেলগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের পাঠানো তথ্যে জানা যায়, মঙ্গলবার র্যাব এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কেএমপি খুলনার খালিশপুর এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এক খালিশপুর রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ তাজউদ্দিন শেখকে গ্রেপ্তার করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামির হেফাজতে থাকা একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড পিস্তলের গুলি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
আলামত ও আসামিকে কেএমপি খুলনার খালিশপুর থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই