কেএমপি’র অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন এর নেতৃত্বে খুলনা মহানগর পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় দুই জনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই সংক্রান্তে সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-১৬, তাং-২৫/০১/২০২১, ধারা-The Arms Act 1878 এর 19-A ধারায় মামলা রুজু করা হয়েছে।
কেএমপি সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিছনে ডক্টরস্ কোয়ার্টার্স এর বন্ধ ২য় গেটের সামনে থেকে আসামীদের আটক করা হয়।
আসামীরা হলেন মোঃ সাব্বির শেখ(২৮), পিতা-মৃত ফজলুর রহমান, মাতা-খাদিজা বেগম, শেখপাড়া মেইন রোড, তেতুল তলা মোড়, সোনাডাঙ্গা মডেল থানা এবং মোঃ সৌরভ ওরফে ফরিদ গাজী(২৯), পিতা- মোঃ ফারুক গাজী, মাতা-তাছলিমা বেগম, এপি সাং-শেখপাড়া মেইন রোডস্থ আকবর আলী লেন, রিপনের বাড়ীর ভাড়াটিয়া, থানা- সোনাডাঙ্গা মডেল থানা।সূত্র : খবর বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/কেএম