খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড
  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

নগরীতে অস্ত্রের মুখে টাকাসহ স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক

নগরীর খানজাহান আলী থানা এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করেছে। এ ঘটনায় পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে থানার ইষ্টার্নগেটের গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ঔষধ ব্যাবসায়ী মেসার্স টুটুল ফার্মেসীর মালিক জাহিদ ইকবাল জানান, জানালা ভেঙ্গে ৪জন মুখোশধারী ডাকাত দল রামদা ও লোহার রড দিয়ে তার বাড়ির সকলকে জিম্মি করে। এসময় তাকেসহ তার  স্ত্রীকে রশি দিয়ে বেঁধে ঘরের আলমারি ভেঙ্গে নগদ ১ লক্ষ টাকা, ২ ভরি ওজনের স্বর্ণালংকার , ইসলামি ব্যাংক এর একটি এটিএম কার্ড ও একটি টর্চলাইট নিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উত্তর সোনালী সেন, দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার বায়জিদ ইবনে আকবার ও খানজাহান আলী থানার ওসি মোঃ শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, অতি দ্রুত মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করা হয়েছে।

 

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!