খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  প্রণয় ভার্মাকে ডাকার পরদিনই, দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব
  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড

ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে সচেতন থাকার আহবান সিটি মেয়রের

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নগরবাসীর সুষম স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি সংস্থাসমূহকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। সেবাদানকারি সংস্থাসমূহের মধ্যে সমন্বয় থাকলে জলবায়ু উদ্বাস্তুসহ সকল নাগরিকদের অধিকতর সেবা দেয়া সম্ভব হবে। তিনি করোনা মহামারি মোকাবেলায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়েও সচেতন থাকার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।

সিটি মেয়র আজ সোমবার (১৮ জানুয়ারি) সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে ‘‘বাংলাদেশের সিটি কর্পোরেশনে বসবাসরত জনগোষ্ঠীর জলবায়ু সংবেদনশীল রোগের প্রতি স্থিতিস্থাপকতা শক্তিশালীকরণ’’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। স্বেচ্ছাসেবী সংস্থা ব্রাক-এর স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি ‘ক্লাইমেট ব্রিজ ফান্ড’-এর অর্থায়নে খুলনা মহানগরীতে স্বল্প আয়ের পরিবারসমূহে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্য সমস্যার উন্নয়নকল্পে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশ্বের বিভিন্ন দেশের মত আমাদের দেশেও বিভিন্ন ধরণের রোগ ও স্বাস্থ্য সমস্যার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। ব্রাক-এর এ উদ্যোগ নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে সিটি মেয়র উল্লেখ করেন।

প্রকল্পের আওতায় মহানগরীর প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মশাবাহিত রোগ- ডেঙ্গু, চিকুনগুণিয়া; পানিবাহিত রোগ- ডায়রিয়াজনিত রোগ এবং অতিরিক্ত তাপমাত্রাজনিত রোগ- হিট স্ট্রোক রোগের চিকিৎসা প্রদানসহ জলবায়ু পরিবর্তন ও সংবেদনশীল রোগসমূহের প্রতিরোধ ও প্রতিকারে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হবে।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পের সার-সংক্ষেপ উপস্থাপন করেন ব্রাক-এর হেলথ নিউট্রিশন এন্ড পপুলেশন প্রোগ্রামের সিনিয়র সেক্টর স্পেশালিস্ট ডাঃ আব্দুল কাইয়ুম খান। অন্যান্যের মধ্যে কেসিসি’র সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা বেগম, পারভীন আক্তার, প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ.কে.এম আব্দুল্লাহ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বারসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!