যশোরের নওয়াপাড়া জুট মিলের সুপারভাইজার আসলাম হাবিব হত্যা মামলায় নয়ন নামে এক আসামির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার স্পেশাল ট্রাইব্যুনাল ৮ম আদালতের বিচারক সুরাইয়া সাহাব এ রায় দেন।
সাজাপ্রাপ্ত নয়ন যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মোকাদ্দেছ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি আলতাফ হোসেন।
মামলা সূত্রে জানা গেছে, অভয়নগরের নওয়াপাড়ায় বাংলাদেশ বেতার অফিসের সামনে তিনতলা ভবনে বসবাস করতেন আসলাম হাবিব ও তার ভাই রবিউল ইসলাম। ২০১১ সালের ১৫ জুলাই রাতে খাওয়া দাওয়া করে স্বপরিবারের ঘুমিয়ে পড়েন আসলাম হাবিব। গভীর রাতে পূর্বপরিচিত নয়নের ডাকে ঘুম ভাঙে তার। নয়ন রাতে তার বাসায় থাকতে চান। বাড়তি রুম না থাকায় নয়ন ও আসলাম হাবিব রান্না ঘরে ঘুমান। এক পর্যায়ে নয়ন ঘুম থেকে উঠে পানি ও ভাত খেতে চান আসলামের স্ত্রীর কাছে। ভাত না থাকায় পানি খেয়ে রান্না ঘরে ঘুমাতে যান নয়ন। ভোরে ঘুম থেকে উঠে আসলামের স্ত্রী দেখেন মশারি খোলা নয়ন রুমে নেই। মেঝেতে রক্ত, আসলাম হাবিবের গলাকাটা মৃতদেহ পড়ে রয়েছে।
পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত আসলাম হাবিবের ভাই শামসুর রহমান বাদী হয়ে অভয়নগর থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে হত্যার সাথে জড়িত থাকায় নয়নকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা এসআই শরীফ হাবিবুর রহমান। হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক নয়নকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের কারাদন্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত নয়ন বর্তমানে কারাগারে আটক রয়েছে।
খুলনা গেজেট/ এএজে