রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের খেলা। আসরের ৯ম ম্যাচে রংপুর রাইডার্সকে ১৬১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে খুলনা টাইগার্স।
টানা দুই ম্যাচ জয় পেয়েও সিলেট পর্বের প্রথম ম্যাচে একাদশে তিন বিদেশি খেলোয়াড়কে পরিবর্তন করে খুলনা। ফাহিম আশরাফের পরিবর্তে দাসুন শানাকা ও শাই হোপের বদলে দলে ঢোকানো হয় মোহাম্মদ নাওয়াজকে। এ দুজনের বড় জুটিতে ভর করে লড়াকু পুঁজি পায় তারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। ওপেনিংয়ে নেমে শুরুতেই বিদায় নেন খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়। ৭ বল মোকাবেলা করেও খুলতে পারেননি রানের খাতা। দলীয় ৩৯ রানের মাথায় জয়কে ফিরিয়ে জুটি ভাঙেন মেহেদী হাসান। মিডল অর্ডারে নেমে আফিফ হোসেনও হাল ধরতে পারেননি। ৪ রানে তাকে নিজের শিকার বানান হাসান মাহমুদ। তার পরের শিকার ওপেনিংয়ে থিতু হওয়া লুইস। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে ২৫ বলে ৩৭ রান করেন লুইস।
এরপর দাসুন শাকা ও মোহাম্মদ নওয়াজের দুর্দান্ত জুটিতে লড়াইয়ের পুঁজি পেয়েছে তারা। টানা দুই ম্যাচ জেতা খুলনা এদিন রংপুরের রাইডার্সের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে। রংপুরের হয়ে হাসান তিনটি এবং মেহেদী নিয়েছেন দুটি উইকেট।