খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা
কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

ধর্ষণ মামলার আসামীদের হুমকিতে স্বাক্ষীর পরিবার নিরাপত্তাহীন

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে আসামীদের জীবননাশের হুমকিতে ধর্ষণ মামলার এক স্বাক্ষী তার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। ওই মামলার স্বাক্ষী থেকে সরে না দাঁড়ালে তাকে একাধিক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হবে। বুধবার সকালে উপজেলার ধর্মপুর গ্রামের ইছাক আলী মোল্যার ছেলে আব্দুল হান্নান কেশবপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ধর্মপুর গ্রামের প্রতিবন্ধী তরুণী গাছের তাল কুড়াতে গেলে তাকে ধর্ষণ করে একই গ্রামের আরশাদ আলীর ছেলে মোমিন সরদার। ওই রাতেই রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রতিবন্ধী তরুণীর অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর ধর্ষক মোমিন সরদারকে আসামী করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। যার নং-৮।

পুলিশ মোমিন সরদারকে আটক করে আদালতে সোপর্দ করে। এখনও সে জেলহাজতে রয়েছে। এ মামলায় আব্দুল হান্নানকে ২নং স্বাক্ষী করা হয়। এরই জের ধরে গত ১ নভেম্বর বিকেলে মোমিনের ভাই মোসলেম সরদার, ইসলাম সরদার, ফারুকসহ ৪/৫ জন ব্যক্তি তার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালমন্দসহ মামলার স্বাক্ষী থেকে সরে দাঁড়াতে হুমকি দেয়। সরে না দাঁড়ালে সে সহ তার পরিবারকে একাধিক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ জীবননাশের হুমকি দেয়া হয়। এ ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং-৩৯। বর্তমান অভিযুক্তের ভাইয়েরা ধর্ষক মোমিন সরদারকে নির্দোষ প্রমাণ করতে বিভিন্ন মহলে দেন দরবার করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!