রাজধানীর কলাবাগানে ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিন হত্যা ও ধর্ষণের দায়ে অভিযুক্ত ইফতেখার ফারদিন দিহানের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে নারী ও শিশু অধিকার ফোরাম খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর ৬নং কেডি ঘোষ রোডস্থ বিএনপি অফিসের সামনে মোমবাতি প্রজ্জলনের কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের সকল সদস্যসহ সচেতন নগরবাসীকে অংশ গ্রহণের জন্য ফোরামের আহবায়ক ও কেসিসি’র সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি। উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব সৈয়দা রেহানা ঈসা, জেলা বিএনপি’র সভাপতি এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমির এজাজ খান, সিনিয়র আইনজীবী বজলুর রহমান, অ্যাডভোকেট মোল্লা মাসুম রশিদ, অ্যাডভোকেট মোল্লা গোলাম মাওলা, অ্যাডভোকেট শেখ মাহফুজুর রহমান মফিজ, এডভোকেট তসলিমা খাতুন ছন্দা, জেলা বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু, আবু হোসেন বাবু, মেহেদি হাসান দিপু, অ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিন, অ্যাডভোকেট শরিফুল ইসলাম, কেসিসি’র সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা খাতুন, সাবেক কাউন্সিলর আনজিরা খাতুন, আফরোজা জামান, রোজী রহমান, ফোরাম নেতা মাহবুব আলম বাদশা, সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান, রেহানা ইসলাম, সোহানী ইসলাম, পলি আক্তার, ডলি আক্তার, শান্তা খাতুন, মুজিবুর রহমান মোল্লা, কাউসারী জাহান মঞ্জু, সুজনা জলি, শাহনাজ বেগম, এস এম আলমগীর হোসেন, আবুল কালাম লস্কর প্রমূখ।
বক্তারা বলেন, আনুশকা ধর্ষণ ও হত্যাকারী দিহান যেন কোন ভাবেই আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে। তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি ।
খুলনা গেজেট/এমএম