আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হবে আগামী ৫ মার্চ। তবে দলের কোনো বিশ্রাম নেই। সিরিজটা শেষ করেই ছুটতে হবে দক্ষিণ আফ্রিকায়। সে কারণেই আফগান শেষ হওয়ার আগেই সেই সফরের দল ঘোষণা করে দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ওয়ানডে ও টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মাধ্যমে কোন স্কোয়াডে কারা আছে জানিয়েছে বিসিবি।
ওয়ানডে স্কোয়াড-
তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরী, মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ।
টেস্ট স্কোয়াড-
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শাদমান ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।
খুলনা গেজেট/কেএ