খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর ও খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেন, ২০২৩ সালের পাঠ্যপুস্তকের অসঙ্গতি দূর করে নতুন করে সিলেবাস প্রণয়ণ করার আহ্বান জানিয়েছেন। তিনি শিক্ষার সকলস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করার দাবি করেছেন। ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির কেবল দু’টি বই বাতিল করে আন্দোলনকে পশমিত করার চেষ্টা করছে সরকার।

তিনি ২৪ ফেব্রুয়ারী (শুক্রবার) পাঠ্যপুস্তকের অসঙ্গতি দূর এবং নিত্যপণ্যের উর্ধ্বগতির প্রতিবাদে দলের কেন্দ্র ঘোষিত সারাদেশে থানায় থানায় বিক্ষোভ মিছিল কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা আয়োজিত বায়তুর নুর চত্বরে মিছিল পূর্বক সমাবেশে এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর ৭ টি থানায় একযোগে শুক্রবার বাদ জুম্মা সহ সহ থানায় পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, ইসলামবিদ্বেষী শক্তির ক্রীড়নক বর্তমান শিক্ষামন্ত্রী সিলেবাসের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মহীণ জাতি হিসেবে গড়ে তোলার চক্রান্ত করছে। এজন্য তাকে অপসারণ করে পাঠ্যপুস্তকের ভুল ছাপার জন্য ক্ষতিপুরণ আদায় করতে হবে। সেই সাথে সকল দ্রব্য মূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর বায়তুর নুর চত্বরে বাদ জুম্মা সোনাডাঙ্গা থানার সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ কবিরের পরিচালনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি আলহাজ্ব আমজাদ হেসেন, মুহাম্মদ নুরজামান বাবুল,যুবনেতা আব্দুর রশিদ প্রমুখ।

সদর থানা:

শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় ময়লাপোতা মোড়ে থানা সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও সেক্রেটারী গাজী ফেরদৌস সুমন এর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।

বক্তব্য রাখেন মোঃ আবুল কাশেম, মোঃ সোহরাব হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, ইলিয়াস হোসেন, কারী লুৎফর রহমান, বখতিয়ার হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোঃ ইঞ্জিনিয়ার হায়দার আলী, মোঃ লাবু, মোহাম্মদ জাফর মোল্লা, আবুল কালাম মৃধা, শ্রমিক নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোঃ কামাল, মোহাম্মদ শাহিন, যুবনেতা মোঃ সুমন, মোঃ আকবর আলী, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোস্তফা আল গালিব, সহ-সভাপতি হাবিবুল্লাহ মেজবাহ, সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের হোসেন, মোঃ শাহরিয়ার নাফিস, মোঃ ফয়সাল, মোহাম্মদ আব্দুল্লাহ সজল প্রমূখ।

মিছিলটি ময়লাপোতা থেকে শুরু হয়ে ডাকবাংলায় শেষ হয়।

লবণচরা থানা

ইসলামী আন্দোলন বাংলাদেশ লবণচরা থানা সভাপতি মাওলানা নাসিমপর সভাপতিত্বে ও সেক্রেটারি আলহাজ্ব শফিউল ইসলামের পরিচালনায় খুলনা মুহাম্মাদনগর বিশ্বরোড এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত দলের খুলনা -১ আসনের সাংসদ প্রার্থী আলহাজ্ব মাওলানা আবু সাঈদ, বিশেষ অতিথি ছিলেন নগর নগর প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুফতী ইলিয়াস হেসেন মাজ্ঞুরী, এ্যাডভোকেট কামাল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম,মমিনুল ইসলাম নাসিব, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

মিছিলটি মুহাম্মাদনগর বিশ্বরোড হতে শুরু হয়ে গল্লামারী মাছ বাজারে এসে শেষ হয়।

খালিশপুর থানা

ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা সভাপতি হাফেজ আব্দুল লতিফের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমানের পরিচলানায় খালিশপুর পিপলস চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, বিশেষ অতিথি ছিলেন নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করিম, সহ প্রচার ও দাওয়াহ সম্পাদক এস এম শাহিন হেসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম আবুল কালাম আজাদ, জামাল মুন্সী, গাজী মিজানুর রহমান, মাসুম মৃধা, আলমগীর হোসেন শওকত হোসেন, মোহাম্মদ তুহিন, শোয়াইবুর রহমান, বাদশাহ হাওলাদার, খলিলুর রহমান, জিএম কিবরিয়া, মাহাদী আহসান মুন্না, মাইনুল ইসলাম আকন্দ, মাওলানা মশিউর রহমান, মোঃ আব্দুস সবুর আর রাব্বি, আবুল কাশেম, মোহাম্মদ ওসমান নাদিম প্রমূখ।

দৌলতপুর

ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা সভাপতি আলহাজ্ব সারোয়ার হোসেনের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি নিজাম উদ্দিন মল্লিক এর পরিচালনায় দৌলতপুর শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের নগর সহ সভাপতি মুফতি আমানউল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা সাংগঠনিক সম্পাদক আলফাত হোসেন লিটন, মাওলানা অহিদুজ্জামান, হাফেজ খাইরুল ইসলাম, লুৎফর রহমান, যুব আন্দোলনের সভাপতি আমজাদ হোসেন,ছাত্র আন্দোলন সভাপতি মুহাম্মাদ আলম গাজী প্রমূখ। দৌলতপুর শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মহাসিন মোড় ঘুরে পুনরায় দৌলতপুর শহীদ মিনারে এসে শেষ হয়।

খানজাহান আলী

ইসলামী আন্দোলন বাংলাদেশ খান জাহান আলী থানা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ২৪ ফেব্রুয়ারী ২০২৩ শুক্রবার বিকাল ৪টায় ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। থানা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ভূঁইয়া। থানা শাখার সাংগঠনিক সম্পাদক নাজিম হাওলাদার নাঈম এর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খান জাহান আলী থানার সহ-সভাপতি মাস্টার মঈন উদ্দিন ভূঁইয়া, মাওলানা সিরাজুল ইসলাম, মোঃ জামাল হোসেন, সেক্রেটারি মোঃ কামরুজ্জামান, মোঃ আজাদ মোল্লা,হাফেজ সাব্বির হুসাইন,মোঃ হাসিবুল ইসলাম শাকিল, মোঃ মানজারুল হুদা, ফজলুল্লাহ আল মাসুম রিফাত, মোস্তফা প্রিন্স,জাহিদুল ইসলাম,রমজান শেখ,ফয়সাল, ফেরদাউস, আবু নাঈম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশ শেষে বিশাল এক মিছিল ফুলবাড়ীগেটের বিভিন্ন রোড প্রদক্ষিণ করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।।

আড়ংঘাটা থানা

ইসলামী আন্দোলন বাংলাদেশ আড়ংঘাটা থানা শাখার সভাপতি মুফতি আওসাফুর রহমানের সভাপতিত্বে ও মুহাম্মাদ তোফায়েল আহমেদের পরিচালনায় আড়ংঘাটা বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের দফতর সম্পাদক মাওলানা আব্বাস আমীন। মিছিলটি আড়ংঘাটা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!