খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে বোমা, অস্ত্র-গুলি ও মাদকসহ ডাকাত দলের ৪ সদস্য আটক
  নড়াইলের তুলারামপুরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
  চট্টগ্রামে জুস কারখানায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিস
  সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনায় আ’লীগের প্রস্তুতি শুরু

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি সভা করেছে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ। সভায় নির্বাচনী ক্যাম্পেইন, ক্যাম্পেইনারদের প্রশিক্ষণ, নির্বাচনী ইশতেহার বিতরণ ও ভোটারদের কাছে উন্নয়নসহ আগামী কর্মসূচী পৌঁছে দেয়ার বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় দিকনির্দেশনা উপস্থাপন করা হয়।

বৃহস্পতিবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুনুর রশীদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

প্রস্তুতি সভায় বক্তারা বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ভোটার কেন্দ্রিক করার লক্ষে নেতাকর্মীদেরকে বিশেষভাবে প্রশিক্ষিত করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার প্রতিরোধে দলের সকল স্তরের নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। একইসাথে ঐসকল গুজব সংবাদকে প্রতিরোধ করতে আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি উত্তর দেয়ার জন্য আহ্বান জানানো হয়।

মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ দেলোয়ারা বেগম, বি এম এ সালাম, নারায়ন চন্দ্র চন্দ এমপি, মো. শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মো. কামরুজ্জামান জামাল, প্যানেল মেয়র আলী আকবর টিপু, জোবায়ের আহমেদ খান জবা, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, মো. খায়রুল আলম, মো. মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. মো. সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মিন্টু, উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, বিএম মহসিন রেজা, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, মনিরুল ইসলাম বাশার, শেখ মো. আনিছুর রহমান, এফ এম অহিদুজ্জামান, কে এম আলমগীর হোসেন, দিলীপ হালদার, শাহনেওয়াজ হোসেন, বিনয় কৃষ্ণ রায়, মোল্লা আকরাম হোসেন, সরদার আবুল কাশেম ডাবলু, মৃণাল হাজরা, শেখ কামরুল হাসান টিপু, হেমেশ মন্ডল, এস এম শফিকুল ইসলাম, মো. জামিল খান, শিউলি সারোয়ার, হোসনেয়ারা চম্পা, নাজনিন নাহার কনা, রনজিত কুমার ঘোষ, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, খান মোরশেদ আলী, মো. মানিকুজ্জামান অশোক, সফিকুর রহমান পলাশ, শেখ মো. আবু হানিফ, এম এ নাসিম, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, জেসমিন সুলতানা শম্পা, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, এ্যাড. শামীম আহমেদ পলাশ, নাসরিন আক্তার, মাসুমা আক্তার রানী, খান সাইফুল ইসলাম, মো. বরকত হোসেন, নজিবুল ইসলাম নজিব, আইরিন চৌধুরী নীপা, নাছরিন ইসলাম তন্দ্রা, আফরোজা জেসমিন বিথী, চিশতী মুস্তারী বানু, মো. পারভেজ হাওলাদার, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, শারমিন পারভিন রুমা, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর মনিরা আক্তার, কাউন্সিলর শাহিদা বেগম, কাউন্সিলর হাসান ইফতেখার চালু, কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান, কাউন্সিলর জেসমিন পারভিন জলি, কাউন্সিলর রাফিজা খানম মিরা, কাউন্সিলর খাদিজা সুলতানা সোনালী প্রমূখ নেতৃবৃন্দ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!