খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ড্রাম ট্রাকের চাপায় নগরীতে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দেড় বছর পর জাতিসংঘ কর্মকর্তা সুফিউল উদ্ধার

গেজেট ডেস্ক

ইয়েমেনে সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার হাতে অপহরণের শিকার হওয়া জাতিসংঘের কর্মকর্তা বাংলাদেশি নাগরিক লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ কে এম সুফিউল আনামকে উদ্ধার করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তৎপরতায় তাকে উদ্ধার করা হয়েছে বলে এনএসআইয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।

মঙ্গলবার রাত পৌনে ১১টায় বিষয়টি নিশ্চিত করে এনএসআইয়ের ওই সূত্র জানায়, উদ্ধারের পর সুফিউল আনাম উদ্ধার তৎপরতায় সংশ্লিষ্ট এক কর্মকর্তার সঙ্গে ভিডিও চ্যাট-এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি একটু আগে শরীর চেকআপ করেছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।’

সুফিউল বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এনএসআইকে ধন্যবাদ জানাই। তারা আমার উদ্ধারের জন্য ‘‘সবকিছু’’ করেছেন। আমি কোনোপ্রকার কাগজপত্র বা ডকুমেন্টহীন একজন মানুষ, আমার জন্য তারা এমন কিছু নেই যা করেননি। আমি বাংলাদেশের সরকারকে এবং বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাই। আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ।’

কথা বলার এক পর্যায়ে তিনি বলেন, ‘আমি যখনই তোমাকে পাই, বদরু, তখনই আমি ফিল করি, আমি আমার দেশে ফিরে যাব.. আমি অনেক কৃতজ্ঞ তোমার প্রতি।’

এই কথোপকথনে অবশ্য তাকে উদ্ধার করে কোথায় নেওয়া হয়েছে সে বিষয়ে কোনো কথা নেই।

উল্লেখ্য, গত বছরের ১১ ফেব্রুয়ারি জাতিসংঘের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) একেএম সুফিউল আনামকে ইয়েমেনের মুদিয়াহ প্রদেশ থেকে জঙ্গি সংগঠন আল কায়েদার সদস্যরা অপহরণ করে। তার সঙ্গে আরও কয়েকজনকে অপহরণ করা হয়। তার মুক্তিপণ বাবদ তিন মিলিয়ন মার্কিন ডলার দাবি করে আল কায়েদা। তখন থেকে তাকে উদ্ধার করার জন্য বিভিন্ন মাধ্যমে তিনি আকুল আবেদন জানিয়ে আসছিলেন।

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!