বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, তেল-গ্যাস-বিদ্যুৎ, পানির দাম মূল্য বাড়ানো হয়েছে। দেশের সব কিছুর মূল্য বেড়েছে, শুধু বাড়েনি মানুষের মূল্য। বাংলাদেশের মানুষ দিনদিন মূল্যবৃদ্ধির কষাঘাতে রক্তাক্ত।দেশে নিরপেক্ষ সরকারের অধিনে ভোট হলে আওয়ামী লীগ ১০শতাংশ ভোট পাবেন না।সরকার সারাক্ষণ উন্নয়নের কথা বলে অথচ জণগনের ভোটকে ভয় পায়। আজ ভয় পায় বলেই দিনের ভোট রাতে করেছে।
শনিবার (১৮ মার্চ) বিকালে খুলনা নগরীর কে ডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ১০ দফা দাবিতে খুলনা মহানগর শাখা এ কর্মসূচির আয়োজন করে।
ড. মঈন আরো বলেন, ৭১ সালে স্বাধীনতাযুদ্ধে লাখ লাখ মানুষ জীবন দিয়েছিলো। কিন্তু স্বাধীনতার ৫২ বছরে এসে দেশের মানুষ আবারো গনতন্ত্রের জন্য রাজপথে নেমেছে। মুক্তিযুদ্ধের চেতনার ফেরিওয়ালা দাবিদার সরকার দেশের গনতন্ত্র হত্যা করেছে। দ্রব্যমূল্যবৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষের পকেট থেকে শত শত কোটি টাকা লুট করে নিজেদের পকেট ভারী করেছে।
সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. এসএম শফিকুল আলম মনা। বক্তৃতা করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবর রহমান, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, বিএনপি নেতা আবু হোসেন বাবু, তরিকুল ইসলাম, মাহাবুব হাসান পিয়ারু, নাজমুল হুদা সাগর, জিয়াউর রহমান জিয়া, শেখ তৈয়েবুর রহমান, একরামুল হক হেলাল, মুজিবর রহমান, ইবাদুল হক রুবায়েদ, আজিজা খানম এলিজা, তাজিম বিশ্বাস প্রমুখ।
সমাবেশ সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, যুগ্ম আহবায়ক শেখ সাদী ও চৌধুরী শফিকুল ইসলাম হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, চালের দাম বেড়েছে, তেল, গ্যাস, বিদ্যুতের দাম বেড়েছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। জিনিসপত্রের দাম কমাতে না পারলে ক্ষমতায় থাকার দরকার নেই।
খুলনা গেজেট/ এসজেড