খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব

দেশজুড়ে ধরপাকড়, ঢাকার প্রবেশমুখসহ মহাসড়কে তল্লাশি

গেজেট ডেস্ক

বিএনপির কর্মসূচি সামনে রেখে রাজধানীসহ বিভিন্ন জেলায় ধরপাকড় শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। বুধবার ভোর থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। রাজধানীতে গত পাঁচ দিনে রাজনৈতিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বিএনপি দাবি করেছে, সারাদেশে পাঁচ দিনে তাদের দেড় সহস্রাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।

রাজধানীর প্রবেশমুখসহ দেশের বিভিন্ন এলাকার মহাসড়কে বাড়তি চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ ও র‍্যাব। কোথাও কোথাও বাসযাত্রীকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমিনবাজার, সাভার ও কেরানীগঞ্জে ঢাকার প্রবেশমুখগুলো বাড়তি নজরদারিতে রাখা হয়েছে। ঢাকাগামী বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের গন্তব্যস্থল, কোথায় থেকে এসেছেন এবং কী প্রয়োজনে ঢাকা যাচ্ছেন– এসব প্রশ্ন করা হচ্ছে। অনেকের কাছে জানতে চাওয়া হচ্ছে তাদের পেশাগত পরিচয়। চেকপোস্টে গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ ও মালপত্র তল্লাশির কারণে কোনো কোনো এলাকায় যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন  বলেন, সমাবেশের ব্যাপারে আওয়ামী লীগ ও বিএনপির কাছে কিছু বিষয় জানতে চেয়েছি। চিঠি দিয়ে দুই দলই তা জানিয়েছে। ভেন্যু ও সমাবেশের অনুমতির বিষয়ে আমরা নানা ধরনের গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে দেখছি। অনুমতি দেওয়ার বিষয়ে পুলিশ ইতিবাচক বিবেচনা করছে। কে কোথায় অনুমতি পারে সে সিদ্ধান্ত এখনও হয়নি। আজ হয়তো ডিএমপি কমিশনার মতামত জানিয়ে দেবেন।

ধরপাকড় ও তল্লাশির ব্যাপারে তিনি বলেন, তল্লাশি পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। কোনো রাজনৈতিক কর্মসূচি ঘিরে কাউকে আটক করা হচ্ছে না। যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে তাদের ধরা হচ্ছে।

তল্লাশি ও ধরপাকড়

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন অংশে বিভিন্ন যানবাহনে যৌথভাবে তল্লাশি চালিয়েছে র‍্যাব ও ঢাকা জেলা ট্রাফিক পুলিশ। এ ছাড়া ধামরাইয়ের ইসলামপুর এলাকায় মহাসড়কে তল্লাশি চালাচ্ছে স্থানীয় পুলিশ। সকাল ১০টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী সড়কে বিভিন্ন পরিবহন থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী বুড়িগঙ্গা প্রথম সেতুর দক্ষিণ দিক ইকুরিয়া এলাকায় গণপরিবহনে তল্লাশি চালানো হয়।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম বলেন, রাজধানীর সমাবেশ ঘিরে কেউ যেন ঢাকায় প্রবেশ করে নাশকতা বা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সে জন্য তল্লাশি জোরদার করা হয়েছে। মূলত এটি রুটিন কাজেরই অংশ। ঢাকার প্রবেশমুখে যাত্রাবাড়ী, ডেমরার সুলতানা কামাল ব্রিজ এলাকায় চেকপোস্ট এবং নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব। এসব স্থানে যাত্রীদের মোবাইল ফোন ও ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে।

চট্টগ্রামে গতকাল বিএনপির সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বৃহত্তর ফরিদপুরের চার জেলায় ৫৪ বিএনপি নেতাকর্মী, গাজীপুরের টঙ্গীতে শ্রমিক দলের সভা চলাকালে অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পিরোজপুরের ইন্দুরকানীতে গত বুধবার রাতে কালাইয়া গ্রামের এক জামায়াত সমর্থককে আটক করেছে পুলিশ। এ ছাড়া গতকাল সকাল থেকে পুলিশ ঢাকাগামী যাত্রীদের তল্লাশি করছে। মেহেরপুরের মুজিবনগরে জামায়াতের ৫ নারীকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার আনন্দবাস গ্রামের আসাদুল ময়রার বাড়িতে বৈঠককালে তাদের আটক করা হয়। পাবনার সাঁথিয়ায় পুলিশ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে ও বৃহস্পতিবার দুপুরে বিএনপির দুই নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। ঢাকাগামী যানবাহনে তল্লাশি করা হচ্ছে। নেতাকর্মীকে ঢাকায় যেতে বাধা দিচ্ছে পুলিশ। ফেনীর ফুলগাজী থেকে ২ বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

টাঙ্গাইলের ১০ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। খুলনা বিভাগজুড়ে বিএনপি নেতাকর্মীর বাড়ি বাড়ি তল্লাশি ও ধরপাকড় চলছে। দু’দিনে বিভাগের ১০ জেলা থেকে বিএনপির ১০৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রাজশাহী বিভাগ বিএনপির দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে ঝালকাঠির রাজাপুর উপজেলা যুবদলের সভাপতিসহ ৫ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বিকেলে বরিশাল নগরীতে র‍্যাব চেকপোস্ট বসিয়ে যাত্রীদের তল্লাশি করে। বরগুনার পাথরঘাটার কাকচিড়া লঞ্চঘাটে ঢাকামুখী নেতাকর্মীর ওপর হামলা করে আওয়ামী লীগ। দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ২ নেতাকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

উচ্চ আদালত থেকে জামিনের পর মুক্তির সময় গতকাল সন্ধ্যায় বাগেরহাট কারাগারের ফটক থেকে বিএনপির ১২ এবং জামায়াতের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। কিশোরগঞ্জে জেলা শ্রমিক দল সভাপতি সালাহ উদ্দিন বাচ্চু ও নিকলী উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিনকে গতকাল পুলিশ গ্রেপ্তার করেছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!