খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সাতক্ষীরা পৌর মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ : হাইকোর্ট
  দুবাই পালানোর সময় মানবপাচারকারী রনি চট্টগ্রাম বিমানবন্দর থেকে গ্রেপ্তার

দু’দিনে ভারতে গেল ৩৪ মেট্রিক টন ৭২০ কেজি ইলিশ

বেনাপোল প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুইদিনে বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেল ৩৪ মেট্রিক টন ৭২০ কেজি ইলিশ মাছ।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ১৮ মেট্রিক টন ৭২০ কেজি ইলিশ মাছ বেনাপোল বন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করেছে। এ নিয়ে গত দুদিন ভারত রফতানি হলো ৩৪ মেট্রিক টন ৭২০ কেজি ইলিশ মাছ।

গত রবিবার বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রফতানির অনুমতি দেওয়ার পর গতকাল সোমবার সন্ধ্যায় প্রথম চালানে ১৬ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রফতানি হয়। আজ দ্বিতীয় দিনে রফতানি হয়েছে ১৮ মেট্রিক টন ৭২০ কেজি ইলিশ মাছ।

দেশের পাবনার সেভেন স্টার নামে একটি রফতানি কারক প্রতিষ্ঠান ভারতে আজ ১৮ মেট্রিক টন ৭২০ কেজি ইলিশ মাছ রফতানি করেন। ভারতে এর আমদানীকারক প্রতিষ্ঠানের নাম নাজ ইমপেকস। বেনাপোল থেকে ভারতে ইলিশ মাছ রফতানি করতে কাস্টমস হাউসে বিলঅব এন্ট্রি দাখিল করেন এমি এটারপ্রাইজ নামে একটি সিএন্ডএফ এজেন্ট। প্রতিকেজি ইলিশ মাছ ১০ মার্কিন ডলারে রফতানী হচ্ছে বলে নিশ্চিত করেছেন বেনাপোলের মৎস অফিসার আস-ওয়াদুল আলম। পর্যায়ক্রমে আড়াই হাজার মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রফতানী হবে বলে জানান এ কর্মকর্তা।

রবিবার মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপ সচিব তানিয়ে ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে ৪৯ রফতানীকারক প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন করে মোট দুই হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি প্রাপ্ত প্রতিষ্ঠান এর মধ্যে ঢাকার ১৮টি, চট্রগ্রামের ৩টি, যশোরের ৯টি, নড়াইলের ১টি, খুলনার ৩টি, বরিশালের ৩টি, পাবনার ৯টি, নওগাঁর ১টি ও সাতক্ষীরার ১টি প্রতিষ্ঠান রয়েছে। বেশির ভাগ ইলিশ বেনাপোল বন্দর দিয়ে ভারতে রপ্তানি হবে বলে রপ্তানিকারক প্রতিষ্ঠান থেকে জানা গেছে।

আগামী ৩০ সেপ্টেম্বরের পর্যন্ত সময়ের মধ্যে শর্ত সাপেক্ষে রপ্তানির এই আদেশ কার্যকর থাকবে। আবার সরকার প্রয়োজন মনে করলে রপ্তানির এই আদেশ যে কোন সময়ে বন্ধও করতে পারবে।

চিঠিতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানির বিষয়ে প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করে শর্তসাপেক্ষে ৪৯ প্রতিষ্ঠানকে নির্ধারিত পরিমাণ ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হলো। প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। সে হিসাবে মোট দুই হাজার ৪৫০ মেট্রিক টন মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!