খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার
  ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক আটক
  সচিবালয়ের আগুন সোয়া ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রের মৃত্যু, আহত ৪

গেজেট ডেস্ক

মেহেরপুরে দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বায়েজিদ (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয়েছেন আরও চারজন।

নিহত স্কুলছাত্র বায়েজিদ মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের ইসমাইল হোসনের ছেলে স্থানীয় উজলপুর মাধ্যিমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার সময় মেহেরপুর কাথুলী সড়কে দুর্ঘটনা ঘটে। এ সময় আহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের মিঠুর ছেলে মোসাদ্দেক, পৌর কলেজ পাড়ার শাহাবুদ্দিনের ছেলে আরিফুল ইসলাম, চক শ্যামনগর গ্রামের শহীদুল্লাহর ছেলে মহিদ ও আমিরুল ইসলামের ছেলে শ্রাবণ। দুটি মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়।

স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেল দ্রুত গতিতে যাওয়ার সময় মেহেরপুর শহরের কাথুলী সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বায়েজিদ ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয় ফায়ার সার্ভিসের সহযোগিতায় আরও চারজনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কলি মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!