খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

দুই ইউকেট হারিয়ে সাবধানে খেলছে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

টস জিতে পাকিস্তানের ওপেনিংয়ে নামেন আব্দুল্লাহ শফিক ও ফখর জামান। মাঠে নেমে দুজনে মিলে মাত্র ৯ রান করার পর ফেরেন ফখর। ১১ বলে ৪ রান করে লঙ্কান পেসার প্রমোদ মধুশানের বলে বোল্ড হন তিনি।

ফখরকে হারিয়ে সাবধান হয়ে যায় পাকিস্তান দল। খেলা শুরু হয় ধীরগতিতে। প্রথম ৫ ওভারে তারা তুলেছে মাত্র ১৩ রান। আর ১০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৪০ রান।

ফখর আউট হওয়ার পর মাঠে নামে বাবর আজম।

বৃষ্টির কারণে দুই ঘণ্টা বিলম্বে শুরু হয়েছে পাকিস্তান-শ্রীলংকার গুরুত্বপূর্ণ অঘোষিত সেমিফাইনাল ম্যাচ। বৃষ্টিতে বিলম্ব হওয়ার কারণে ম্যাচটি হবে ৪৫ ওভারে। প্রথম পাওয়ারপ্লে হবে ৯ ওভারে। পরেরটি ১০-৩৬। শেষ পাওয়ারপ্লে হবে ৩৭-৪৫ ওভারে।

দুই দলের জন্যই আজকের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। কারণ আজ যে দল জিতবে তারাই ফাইনাল খেলবে। আগামী ১৭ সেপ্টেম্বর শ্রীলংকার প্রেমাদাসা স্টেডিয়ামে হবে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ।

২০ ওভারে বাবর আজম ও ফখরকে হারিয়ে ৯৭ রানে ব্যাট করছে পাকিস্তান ।

খুলনা গেজেট/ এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!