কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দিঘলিয়ার শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য ট্রাস্ট গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। তিনি বলেন, দিঘলিয়া উপজেলায় যদি ১ লাখ ২০ হাজার ভোটার রয়েছে। সেই হিসেবে প্রত্যেকে যদি ১০ টাকা করে দেয় তাহলে ১ কোটি ২০ লাখ টাকার একটা ফান্ড তৈরি হবে। কেউ যদি বেশি দিতে চায় সেটাও গ্রহণ করা হবে। তিনি এই ট্রাস্ট গঠনে ফান্ড তৈরিতে উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান এবং এলাকার জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
সোমবার (৭ নভেম্বর) দিঘলিয়া উপজেলার সুগন্ধীতে দিঘলিয়া টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণের স্থান সরজমিনে পরিদর্শন এবং একই উপজেলার সেনহাটীতে নব নির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দিঘলিয়া সরজমিনে পরিদর্শন শেষে কেন্দ্রের সন্মেলন কক্ষে দুই প্রকল্পের শীর্ষ কর্মকর্তা এবং সুধীজনদের নিয়ে প্রকল্পের সার্বিক বিষয়াদি নিয়ে মত বিনিময়ের সময় উপস্থিত স্থানীয় উপজেলা চেয়ারম্যান , ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ সুধীজনদের উদ্দেশ্য করে ট্রাস্ট গঠনের এ প্রস্তাব রাখেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ৪০ টি উপজেলায় টিটিসি’র প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোঃ সাইফুল হক চৌধুরী, দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর আলম, ৩২৯ টি উপজেলায় টিএসসি’র প্রকল্পের পরিচালক সৈয়দ মাসুম আহন্মেদ চৌধূরী (পিএইচ, ডি, এনডিসি), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খুলনা সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী আ, ট, ম মারুফ আল ফারুকী, নির্বাহী প্রকৌশলী মুঃ মোস্তাফিজুর রহমান, সহকারি প্রকৌশলী মোঃ আশরাফুল হক, উপ-সহকারি প্রকৌশলী মোঃ সিদ্দিকুর রহমান, খুলনা গণপূর্ত সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী ফ্রান্সসি আশীষ ডি কস্তা, খুলনা গণপূর্ত বিভাগ -১ এর উপ- বিভাগীয় প্রকৌশলী দীপক চন্দ্র শীল, টিটিসি দিঘলিয়ার অধ্যক্ষ একেএম মনিরুল ইসলাম, টিটিসি খুলনার অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম, খুলনা মহিলা টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রিয়াজ শরীফ, ডিইএমও খুলনার ডিডি মোহান্মদ আলী, গণপূর্ত অধিদপ্তর খুলনার SAE হায়দার আলী, SAE বিধান পাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, জেলা পরিষদ সদস্য ফারহানা হালিম, দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা এম এ রিয়াজ কচি ও মোঃ হাফিজুর রহমান, সাংবাদিক একরামুল হোসেন লিপু প্রমূখ।
একইদিন বেলা ২ টায় উপদেষ্টা ড. মসিউর রহমান দিঘলিয়া উপজেলা সন্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
খুলনা গেজেট/ একরামুল/ টি আই