বেসরকারি উন্নয়ন সংস্থা রুপাান্তর আয়োজিত রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের এক মত বিনিময় সভা বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১০ টায় দিঘলিয়া উপজেলা সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও দিঘলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়নার সভাপতিত্ব অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম, সেনহাটী ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা বেলায়েত হোসেন, জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ লুৎফর রহমান, সাংবাদি শেখ মনিরুল ইসলাম, শেখ রবিউল ইসলাম রাজিব, উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি শেখ শামীমুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকলিমা বেগম, রুপান্তরের অপরাজিতা প্রকল্পের জেলা ক্যাপাসিটি বিল্ডিং কো-অডিনেটর খন্দকার জিলানী হোসেন, রুপান্তরের মনিটরিং কো-অর্ডিনেটর জেনিফার ক্লেমেন্ট মল্লিক, উপজেলা সমন্বয়কারী শান্মীন আক্তার, অপরাজিতা পলি আক্তার, সাবানা আক্তার, পাখি বেগম, স্বর্নালী আক্তার প্রমুখ।