“আমি পূর্বেই মার্ডার কেসের আসামি আছি, এবার তোকে মার্ডার করে আসামি হবো, তুই ভাবছিস কি? তোর বাড়িও থাকবে না, তোরে কে আছে ঠেকানোর? তুই সাবধান হয়ে যা। ১৫ বছর আগে তোর স্বামীকে কুপিয়েছিলাম, তোর মনে নাই? তোর দারা কি এখানে এসে ঠেকাবে”?
এভাবে প্রকাশ্যে, জনসম্মুখে খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্ত্তজা রশিদী দারার এক কর্মী ও খুলনা জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রওশন আরা রিনীকে হুমকী প্রদানের অভিযোগ পাওয়া গেছে।
রওশনারা রিনী সহকারীর রিটার্নিং কর্মকর্তা ও দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করেন,
আমি খুলনা-৪ আসনের প্রার্থী এস এম মোর্ত্তজা রশিদী দারা অর্থাৎ কেটলি মার্কার একজন কর্মী সমর্থক। আমাকে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এক কর্মী দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউপি চেয়ারম্যান জিয়া গাজী ২৪ ডিসেম্বর বেলা ১ টায় সেনহাটি যাকারিয়া মাদ্রাসার সামনে বাজারের মধ্যে জনসম্মুখে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় আমি দারুণভাবে ভীত সশস্ত্র হয়ে পড়েছি।
খুলনা গেজেট/লিপু