খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

দিঘলিয়ার প্রাচীন বিদ্যাপীঠ সেনহাটী সরকারী মাধ্যমিক বিদ্যালয়

দিঘলিয়া প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলার সবচেয়ে প্রাচীন বিদ্যাপীঠ সেনহাটী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের আজ ১৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৮৮৭ সালের ৩০ জুন শ্রীনাথ রায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

প্রাচীন জনপদ সেনহাটী ভৈরব নদীর কূলঘেঁষে নয়নাভিরাম পরিবেশে বিদ্যালয়টির অবস্থান। প্রতিষ্ঠাকালীন সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন বিপীন বিহারী সেন। প্রতিষ্ঠাকালীন থেকে এ পর্যন্ত প্রধান শিক্ষক হিসাবে অত্র বিদ্যালয়ে ২৭ জন শিক্ষক অত্যন্ত দক্ষতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন।

১৮৮৮ সালে অত্র বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী শ্রী কুমুদ বন্ধু দাস তৎকালীন সময়ে বাংলা, বিহার, উড়িষ্যা এবং আসাম থেকে সর্বোচ্চ নাম্বার পেয়ে মেট্রিক পরীক্ষায় ১ম স্থান অধিকার করেছিলেন।

এ ছাড়া অত্র বিদ্যালয় থেকে অনেক কৃতি শিক্ষার্থী বর্তমানে সরকারের অনেক গুরুত্বপূর্ন পদে সততা, দক্ষতা এবং যোগ্যতার সাথে দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে অন্যতম সাবেক সফল আমলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা ডঃ মসিউর রহমান, কৃষি মন্ত্রনালয়ের অতিঃ সচিব ওয়াহিদা আক্তার শীলা উল্লেখযোগ্য।

বিদ্যালয়টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বুধবার (৩০ জুন) বেলা সাড়ে ১১ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, এ পর্যন্ত প্রয়াত ম্যানেজিং কমিটির সকল সদস্য এবং শিক্ষকদের রুহের মাগফিরাত এবংআত্নার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!