খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব

দিঘলিয়া থানার ওসি-এসআই বেস্ট অফিসার নির্বাচিত

দিঘলিয়া প্রতিনিধি

খুলনা জেলা পুলিশের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান (বিপিএম)।

বৃহস্পতিবার (৪ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করে আইন-শৃঙ্খলা তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়। জুলাই মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান এবং জননিরাপত্তা বিধানসহ আইন-শৃংখলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখায় ইন্সপেক্টর ক্যাটাগরিতে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরী, সাব-ইন্সপেক্টর ক্যাটাগরিতে একই থানার এসআই (নিঃ) মোঃ আজিজ মাহমুদ, সার্জেন্ট/টিএসআই ক্যাটাগরিতে টিএসআই আব্দুল মান্নান এবং এএসআই (নিঃ) ক্যাটাগরিতে এএসআই (নিঃ) শাহজাহান আলী, কয়রা থানা; বেস্ট অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক, সনদপত্র এবং নগদ অর্থ প্রদানের মাধ্যমে পুরষ্কৃত হয়।

পুলিশ সুপার মোহন্মদ মাহবুব হাসান (বিপিএম) নির্বাচিত বেস্ট অফিসারদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র এবং নগদ অর্থ তুলে দেন।

খুলনা গেজেট / আ হ আ/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!