পারিবারিক কলহের জের ধরে দিঘলিয়া উপজেলার হাজীগ্রাম উত্তর পাড়ায় মোঃ আমজাদ শেখ (৫৩) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে তার তিন ভাতিজা। আহত মোঃ আমজাদ শেখ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে ৩১ মার্চ বুধবার বেলা আনুমানিক সাড়ে ১২ টার দিকে।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, উক্ত গ্রামের আমজাদ শেখ এবং তার বড় ভাই ইয়াসিন শেখ এর মধ্যে বাড়ির ভিতরে বালু ভরাট কে কেন্দ্র করে গত কয়েকদিন থেকে বিরোধ চলে আসছিলো। গতকাল (মঙ্গলবার) ঘটনাটি নিয়ে দুই ভাই এবং ভাতিজা দের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় এবং হাতাহাতি হয়। উক্ত ঘটনার জের ধরে আজ (বুধবার) ইয়াসিন শেখের তিন পুত্র যথাক্রমে নাজমুল, সবুর এবং আলী হোসেন মিলে চাচা আমজাদ শেখ কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।
পরিবারের লোকজন আহত আমজাদ শেখকে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। বর্তমানে আমজাদ শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খুলনা গেজেট/ টি আই