দক্ষিণাঞ্চলের পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের উদ্যোগে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
খুলনার দিঘলিয়া উপজেলার সরকারি এম এ মজিদ কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন শেখ ইনামুল ইসলাম। বন্যপ্রাণী উদ্ধারকারী টিমের প্রধান হাসিবুর রহমানের সঞ্চালনায় সভায় সন্মানিত অতিথি হিসেবে জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী বিষয়ক আলোচনা করেন সংগঠনের উপদেষ্টা মোল্লা মাকসুদুল ইসলাম, আলী বুদ্দিন, বারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আলোর মিছিলের উপদেষ্টা শেখ আল মামুন, সংগঠনের স্বেচ্ছাসেবক সুজন, সৈয়দ শাহজাহান, বাংলাদেশ প্রেসক্লাব দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি মোড়ল মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও আলোর মিছিলের উপদেষ্টা শেখ শামিমুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব দিঘলিয়া শাখার দপ্তর সম্পাদক শেখ রাজিব, আলোর মিছিলের উপদেষ্টা শেখ শামিমুল ইসলাম, সাংবাদিক ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, আলোর মিছিলের স্বেচ্ছাসেবক শাহজাহান মোড়ল, মোঃ আসাদুজ্জামান আশা, আশরাফুল ইসলাম, আহসানুল হক হিরো, সামিদ, মৌমি, পাপড়ি, ফাইমুল হাসান, সজল কুমার বিশ্বাস, নাইম ইসলাম, রাজিব, প্রতিবব্ধী সেবা সংস্থার সভাপতি সারাফাত হোসেনসহ স্কুল পড়ুয়া শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা জীব বৈচিত্র্য সংরক্ষণের উপর জোর দিয়ে আলোর মিছিলকে পরিবেশের উপর আরো কাজ বৃদ্ধি করার সার্বিক নির্দেশনা প্রদান করেন।
খুলনা গেজেট/এনএম