খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  যাত্রাবাড়িতে ব্যাটারিচালিত অটো রিকশাচালকদের সড়ক অবরোধ, সংঘর্ষে দুই পুলিশ আহত
  জুলাই গণহত্যা : ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এক মাসে তদন্ত শেষ করার নির্দেশ

দাকোপে নারীর প্রতি সহিংসতা রোধ শীর্ষক সভা

দাকোপ প্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলায় নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে প্লাটফর্ম সদস্যদের শেয়ারিং বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা বিআরডিবি মিলনায়তনে ইউএসএআইডি ও ইউকেএইড-এর অর্থায়নে এবং রূপান্তরের বাস্তবায়নে স্থানীয় সংগঠনগুলোকে উদ্বুদ্ধকরণ প্রকল্পের আওতায় নারীর প্রতি সহিংসতা রোধ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।

প্লাটফর্মের যুগ্ম আহবায়ক লিপিকা বৈরাগীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্রনাথ মণ্ডল, সদস্য সচিব আব্দুল গফুর মোল্ল্যা, প্রধান শিক্ষক মহিবুর রহমান শেখ, ইউপি সদস্য বীথিকা রায়, বিউটি রায়, মলিনা জোয়াদ্দার, দীপ্তি ঢালী, মনিষা গাইন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন অপরাজিতা লতিকা রায়, মাধবী গোলদার, রওশনারা বেগম, বুলু মণ্ডল, সন্ধ্যা গাইন, কুসুম বৈরাগী, বিউটি রায়, অর্চণা রায়, লতিকা গোলদার প্রমুখ। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের জিবিভি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. আবুল হালিমের পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন উপজেলা সমন্বয়কারী কুমারেশ মণ্ডল।

 

খুলনা গেজেট / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!