খুলনার দাকোপ উপজেলায় চাষি পর্যায়ে ফসল উৎপাদন বৃদ্ধির ওপর জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের (এনএটিপি দ্বিতীয় পর্যায়) আওতায় কৃষক প্রশিক্ষণ হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা কৃষক প্রশিক্ষণকেন্দ্রে এক দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০ জন কৃষক অংশ নেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এ অয়োজন করেন। দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্তি উপপরিচালক (উদ্যান) মো. নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, সুকেশ গোলদার প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারি কৃষি কর্মকর্তা রিনা গাইন।
কর্মশালায় বক্তারা বীজ ধানের গুনাগুন সম্পর্কে, বসতবাড়ির আঙিনায় সবজি চাষ, মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার উৎপাদন ও গাছের ফুল-ফল ঝোরেপড়া রোধ-প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেন।
খুলনা গেজেট / এআর