১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার দিন শিক্ষার্থীদের হাতে কতিপয় কর্মচারীকে লাঞ্ছিতকারী শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুয়েট কর্মচারী সমিতি উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তৃতা করেন কর্মচারী সমিতির সভাপতি মো. এরশাদ আলী সাবেক সভাপতি মো. ইমদাদ মোড়ল, মো. আতাউর মোড়ল, আশরাফুল কাজী, সম্রাট কাজী, মো. হাফিজুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কুয়েট প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার দিন যে সকল শিক্ষার্থীদের হাতে আমাদের কতিপয় কর্মচারী লাঞ্ছিত হয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এছাড়া বক্তারা ভিসির পদত্যাগের এক দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট না করে আপনারা আলোচনায় বসুন।
খুলনা গেজেট/লিপু/এএজে