খুলনার দাকোপে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া সোয়েব আক্তার নামে এক শিক্ষার্থী অপহরণের পর গোল্লামারী পুলিশ বক্সের কাছে ফেলে চলে যায় অপহরণকারীরা। গল্লামারী পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তিলডাংগা ইউনিয়নে নলডাঙ্গা গ্রামের আবদুল হাই শেখের নাতি সোয়েব আক্তার। সে পাইকগাছা উপজেলার গড়াইখালী গ্রামের আসলাম সানার পুত্র। নানা বাড়িতে থেকে পড়া লেখা করে সোয়েব। সে লক্ষ্মীখোলা জি টি পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। প্রতিদিনের ন্যায় সোয়েব স্কুলে এসে বুধবার (২৪ মে) সকাল সাড়ে ১০টার সময় স্কুলের বাহিরে দোকানে খাবার নিতে গেটের সামনে বেরিয়ে আসলেই পূর্ব থেকে ওৎ পেতে থাকা অপহরণকারীরা তাকে দেখা মাত্র মুখ বেঁধে মটর সাইকেলে তোলে। তারপর কিছু দূরে এসে মাইক্রোবাসে তুলে নিয়ে রওনা হয়। পরবর্তীতে খুলনা গল্লামারী পুলিশ বক্সের কাছে এসে অপহরণকারীরা দেখে দায়িত্বরত কর্মকর্তারা প্রতিটি গাড়ী চেকিং করে ছেড়ে দিচ্ছে। তখন অপহরণকারীরা সোয়েবকে গাড়ি থেকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। তখন সোয়েব তাড়াতাড়ি গিয়ে গল্লামারী পুলিশ বক্সের কাছে পুলিশকে তার এ ঘটনা খুলে বলে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তৎক্ষনাৎ সোয়েবের কাছ থেকে তার বাড়ির মোবাইল নম্বর নিয়ে পুলিশ তার বাড়িতে খবর দেয়। বাড়ির লোকজনসহ বিভিন্ন আত্মীয় স্বজনরা তখন গল্লামারী গিয়ে পুলিশের কাছ থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে বলে সূত্রে জানা যায়।
খুলনা গেজেট/এনএম